স্কুলছাত্র সামীকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্

রাজধানীর মিরপুরে স্কুলছাত্র সালমান সামীকে (৯) হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এ মামলার রায় ষোষণা করেন।
রাষ্ট্রপক্ষ অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁকে খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিনজন হলেন: মোহাম্মদ রাকিব, সৈকত খান ও জানে আলম। অভিযোগপত্রভুক্ত অপর আসামি পারভেজ চৌধুরীকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামি রাকিব দারুস সালাম থানাধীন ১৪৮/২ বাগবাড়ী উত্তরপাড়ার মাহবুব আলমের ছেলে। সৈকত খান একই থানার ৬৪/৮ এ/ডি লালকুঠির তৃতীয় কলোনির মো. আবু বকর সিদ্দিকের ছেলে এবং জানে আলম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের ফজলুল হকের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা পূর্বশত্রুতার জের ধরে ২০১১ সালের ২৭ মে দারুস সালাম এলাকার বাগবাড়ী উত্তরপাড়ায় ক্রিকেট খেলার সময় পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে নয় বছরের শিশু সামীকে অপহরণ করেন।
এরপর ওই এলাকার ঢালীবাড়িতে ওই রাতেই সামীকে শ্বাস রোধ করে হত্যার পর লাশ বস্তায় ভরে কাউন্দিয়ায় তুরাগ নদে ফেলে দেন। ফলে লাশের হদিস পাওয়া যায়নি।
নিহত সামীর বাবা মো. হোসেন ঘটনার তিন দিন পর এ ব্যাপারে দারুস সালাম থানায় অপহরণের পর হত্যার অভিযোগে একটি মামলা করেন। দণ্ডাদেশ পাওয়া তিন আসামিই হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক এ বি সিদ্দিক এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ১৬ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন শরফুদ্দিন আহমেদ খান।

No comments

Powered by Blogger.