সাংবাদিক আবদুস শহীদের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

প্রয়াত সাংবাদিক আবদুস শহীদের স্ত্রী রাজিয়া শহীদের (৬৫) শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গত সোমবার তিনি বৈদ্যুতিক অগ্নস্ফুিলিঙ্গে দগ্ধ হন। একই ঘটনায় দগ্ধ হন বাড়ির নির্মাণশ্রমিক আলতাফ মিয়া (৬০)।
তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, রাজিয়ার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
রাজিয়া শহীদের মেয়ে জয়া শহীদ প্রথম আলোকে বলেন, পশ্চিম রামপুরার উলন রোডসংলগ্ন হাতিরঝিল এলাকায় তাঁদের তিনতলা বাড়ি মেরামতের কাজ চলছে। ওই বাড়ির একটু ওপরেই হাতিরঝিল প্রকল্পে বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহূত উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার রয়েছে। গত সোমবার বেলা ১১টার দিকে তাঁর মা রাজিয়া কাজ তদারকির জন্য ছাদে যান। তখন বৈদ্যুতিক তারে একটি পাখি বসামাত্রই বিকট শব্দে অগ্নস্ফুিলিঙ্গ বের হয়। এ সময় তাঁর মা রাজিয়া এবং নির্মাণশ্রমিক আলতাফ মিয়া দগ্ধ হন।

No comments

Powered by Blogger.