শিবিরকে চেনা যাচ্ছে নাঃ ডিএমপি কমিশনার

জামায়াত-শিবির তাদের বেশভুষা পরিবর্তন করায় তাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
গতকাল সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় তোপের মুখে পড়ে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে কমিটির সদস্য মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, তারা পুলিশের কাছে জানতে চেয়েছেন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পল্টনসহ আশপাশ এলাকায় জামায়াত-শিবির যে সংঘর্ষে জড়ায় সে বিষয়ে পুলিশ কেন আগাম তথ্য পায়নি বা এ ঘটনা কেন প্রতিহিত করতে পারেনি। এ বিষয়ে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ কমিটিকে জানিয়েছেন, তারা হামলা প্রতিহত করার যথাসাধ্য চেষ্টা করেছেন। তবে তারা এখন আরো সতর্ক।

এ দিকে ভবিষ্যতে পুলিশকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়ে সংসদীয় স্থায়ী কমিটি বলেছে, এভাবে পুলিশ বারবার আক্রমণের শিকার হলে জনগণের নিরাপত্তায় নিয়োজিত এই বাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাবে। জনগণ নিরাপত্তাহীনতায় ভুগবে।

এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার তৎপরতার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। পাশাপাশি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রমকে নিরবচ্ছিন্নভাবে পরিচালনার জন্য নিরাপত্তা জোরদারের সুপারিশ করেছে কমিটি।

তবে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দু’জনই অনুপস্থিত ছিলেন। কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হক বৈঠকে সভাপতিত্ব করেন।

No comments

Powered by Blogger.