ক্রোমবুক আনছে এইচপি

হিউলেট প্যাকার্ড বা এইচপি এবার ক্রোমবুক বাজারে আনতে যাচ্ছে। এর আগে এসার, স্যামসাং ও লেনোভো গুগলের অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপ বা ক্রোমবুক বাজারে আনার কথা জানিয়েছিল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জের তথ্য অনুযায়ী, ১৪ ইঞ্চি মাপের এইচপি ক্রোমবুকটির নাম হতে পারে প্যাভিলিয়ন ক্রোমবুক।
ক্রোম অপারেটিং সিস্টেমনির্ভর এইচপির প্যাভিলয়ন ক্রোমবুকটিতে ব্যবহূত হতে পারে ১.১ গিগাগহার্টজের সেলেরন প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি। পিসি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, এইচপির এ ক্রোমবুকটির দাম হাতের নাগালেই থাকবে। আর এ ক্রোমবুকটি উইন্ডোজনির্ভর ল্যাপটপের সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্যাভিলিয়ন ক্রোমবুক বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি এইচপি কর্তৃপক্ষ।

No comments

Powered by Blogger.