‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ ব্লগ প্রতিযোগিতা

ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ ব্লগ প্রতিযোগিতা। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের মধ্যে একটি কমিউনিটি গড়ে তোলার উদ্যোগ হিসেবে এ ব্লগ প্রতিযোগিতার আয়োজন করেছে প্রিয় ডটকম, বেসিস ও স্মার্ট টেকনোলজিস।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানাতে আজ ২৯ জানুয়ারি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল আয়োজকেরা। রাজধানীর বেসিস মিলনায়তনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, বিডিওএসএন এর সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রিয় ডটকমের সম্পাদক জাকারিয়া স্বপন, স্মার্ট টেকনোলজিসের সহকারী ব্যবস্থাপক মোজাহিদুল আল বেরুনি, ইল্যান্স-এর কান্ট্রি ডিরেক্টর মো. সাইদুর মামুন খান, ওডেস্ক এর অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সানি ও ফ্রিল্যান্সারের মো. আলী আজগর।
প্রতিযোগিতায় অংশ নিতে প্রত্যেক ফ্রিল্যান্সারকে তাঁর অভিজ্ঞতার কথা লিখতে হবে। লেখার জনপ্রিয়তা ও মান বিবেচনা করে পুরস্কার দেবে আয়োজকেরা। সেরা ও জনপ্রিয় লেখাগুলো নিয়ে তৈরি হবে ই-বুক।
আয়োজকেদের ভাষ্য, ফ্রিল্যান্সারদের উত্সাহিত করতেই এ আয়োজন।
এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এ লিংকে http://www.priyo.com/tech

No comments

Powered by Blogger.