খুলনায় প্রথম জয় পেল রংপুর উড়ছে ঢাকা

 বিপিএলের দ্বিতীয় আসরের নতুন দল রংপুর রাইডার্স। ঢাকায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে বড় হার দিয়ে মিশন শুরু করলেও খুলনা পর্বের প্রথম দিনেই জয়ের দেখা পেল দলটি।
বড় তারকা নাসির হোসেনের ব্যাটিং নৈপুণ্যের ওপর (ম্যাচসেরা ৩৩ বলে ৪৫*) ভর করে চিটাগাং কিংসকে ৬ উইকেটে হারিয়েছে আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন রংপুর। ব্রেন্ডন টেইলরের অপরাজিত ৬৫ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ৩৪ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩২ রান করে চিটাগাং কিংস। জবাবে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় নবাগত রংপুর রাইডার্স। ওপেনার শামসুর রহমানের ব্যাট থেকে আসে ৫২ রান। দিনের অপর ম্যাচে দুরন্ত রাজশাহীকে ১৩ রানে হারিয়ে আসরে টানা তৃতীয় জয় তুলে নিয়ে আকাশে উড়ছে মাশরাফি বিন মর্তুজার ঢাকা গ্ল্যাডিয়েটর্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান (লুক রাইট ৫১, শাকিব ৩৭) করে ঢাকা। জবাবে ৩ উইকেটে ১৪৩ রানে থেমে যায় রাজশাহীর ইনিংস। একই ভেন্যু শেখ আবু নাসের স্টেডিয়ামে আজ বরিশাল বার্নার্স-রংপুর রাইডার্সের ও স্বাগতিক খুলনা রয়েল বেঙ্গল-সিলেট রয়্যালসের বিরুদ্ধে খেলবে।
[বিস্তারিত খেলার পাতায়]

No comments

Powered by Blogger.