ঢাকা-রাজশাহী- ঢাকার টানা তিন

গতবারের চ্যাম্পিয়ন, এবারও খেলছে চ্যাম্পিয়নের মতোই। মাশরাফি-সাকিব-আশরাফুলদের ঢাকা গ্ল্যাডিয়েটরস কাল জিতল টানা তৃতীয় ম্যাচ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুরন্ত রাজশাহীর বিপক্ষে এবারের জয়টা ১৩ রানে।
মাত্র ৬.৩ ওভারের জুটি। লুক রাইট-সাকিব আল হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে তাতেই ৭৯ রান। দুরন্ত রাজশাহীর বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিলেন দুজন। মঈন আলীর বলে ডিপ মিড উইকেটে কভেন্ট্রির ক্যাচ হওয়ার আগে ৩৭ বলে ৫১ করলেন রাইট। ইনিংসের ১১তম ওভারে দলকে ১০১ রানে রেখে রাইট আউট হয়ে গেলে রানের ঝোড়ো গতিটাও কমে আসে। বাকি ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে যোগ হলো মাত্র ৫৫। ২১ বলে ৩৭ রান করে সাকিব আউট হয়ে গেছেন রাইট ফিরে যাওয়ার পরের ওভারেই।
দুরন্ত রাজশাহীর জন্য ঢাকার ১৫৬-ই অনেক বড় হয়ে গেল শেষ পর্যন্ত। তামিম ইকবাল যতক্ষণ ছিলেন, আশা ছিল। কিন্তু ১৩তম ওভারে দলের ৮৬ রানে তামিমের বিদায়ের পর ক্রমেই পিছিয়ে যেতে থাকে রাজশাহী। সাকিবের স্পিনের বড় ভূমিকা এতে। উইকেট মাত্র একটি, কিন্তু ৪ ওভারে রান ১৮। ম্যাচসেরাও এই অলরাউন্ডার।
প্রথম ম্যাচে নাটকীয় জয়ের পর দুরন্ত রাজশাহীর এটি টানা দ্বিতীয় পরাজয়। দলের অধিনায়কত্বে পরিবর্তন এসেছে কাল। প্রথম দুই ম্যাচে নেতৃত্বে থাকা তামিমের উপলব্ধি, দায়িত্বটা জগদ্দল পাথর হয়ে বসে যাচ্ছে কাঁধে। টিম মিটিং, টস, প্রেস কনফারেন্সের ঘেরাটোপে পড়ে আসল কাজটাই হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজির মালিককে তাই জানিয়ে দিলেন, মুক্তি চান অধিনায়কত্ব থেকে। তামিমের অবশ্য প্রথম দুই ম্যাচেই অধিনায়কত্ব করার কথা ছিল। কিন্তু সাইমন ক্যাটিচ দলের সব খেলোয়াড়কে ভালোভাবে চেনেন না বলে অধিনায়কত্ব নিতে রাজি না হওয়ায় তাঁকেই রেখে দেওয়ার কথা উঠেছিল। তামিম আপত্তি জানানোয় কাল অধিনায়কত্ব করেছেন জহুরুল।
নেতৃত্বের ভারমুক্তি অবশ্য ফুটে উঠেছে তামিমের ব্যাটে। প্রথম ম্যাচে করেছিলেন ১৭। দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই আউট হওয়ার পর কাল ৪১ বলে করলেন ৫৭। তবে আর কেউ দাঁড়াতে না পারায় বিফলেই গেল তা।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা গ্ল্যাডিয়েটরস: ২০ ওভারে ১৫৬/৮ (রাইট ৫১, আশরাফুল ৯, সাকিব ৩৭, ওয়াইস ৭, এনামুল ১২, কব ১৬*, সৌম্য ০, মাশরাফি ৭, লোকুয়ারাচ্চি ৫, থমাস ৫*; মনির ২/২২, নাঈম জুনিয়র ১/২৩, এডমন্ডসন ১/৩৯, তাইজুল ১/৩৪, ক্যাটিচ ০/১৫, মঈন ৩/১৯); দুরন্ত রাজশাহী: ২০ ওভারে ১৪৩/৩ (তামিম ৫৭, কভেন্ট্রি ১৬, জহুরুল ১০, ক্যাটিচ ৩৩*, জিয়া ২৫*; থমাস ০/২৮, মাশরাফি ০/১৬, সাকিব ১/১৮, লোকুয়ারাচ্চি ১/৩২, মোশারফ ১/২০, রাইট ০/২৮)।
ফল: ঢাকা গ্ল্যাডিয়েটরস ১৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।

No comments

Powered by Blogger.