ব্যক্তি উদ্যোগে ই-লাইব্রেরি

বিক্রম সরকার রাজশাহী কলেজের শিক্ষার্থী। পড়েন গণিত বিষয়ে। বানিয়েছেন ইলেকট্রনিক গ্রন্থাগার (ই-লাইব্রেরি)। কয়েকজন সহাপাঠীকে সঙ্গে নিয়ে তাঁর প্রতিষ্ঠানের নাম দিয়েছেন জাগরণ বিডি।
বিক্রমের পাঠাগারে প্রথম থেকে দশম শ্রেণীর পাঠ্য বাংলা ও ইংরেজি মাধ্যমের সব বই, দেশি-বিদেশি বিভিন্ন লেখকের গল্প, উপন্যাসসহ বিভিন্ন ধরনের বই রয়েছে। www.boi24.wordpress.com ঠিকানার এই ই-লাইব্রেরিতে সব বই আছে পিডিএফ আকারে। প্রতিটি বই বিনা মূল্যে এই সাইট থেকে নামিয়ে পড়া যাবে। বিক্রম সরকার জানান এখন লাইব্রেরিটি প্রাথমিক পর্যায়ে আছে। প্রতিদিনই এতে নতুন নতুন বই যোগ করার কাজ চলছে।
১ জানুয়ারি রাজশাহী সাধারণ গ্রন্থাগারে এই ই-লাইব্রেরির উদ্বোধন করেন কলেজশিক্ষক হরিপ্রসাদ সিংহ, অমিত কুমার মণ্ডল, স্কুলশিক্ষক নূরুন্নাহার হাই, রেলওয়ে কর্মকর্তা নাজমা খাতুনসহ অনেকে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাগরণ বিডির সহযোগী পরিচালক সেবক কুমার, সহকারী পরিচালক পরিতোষ সরকার, ব্যবস্থাপনা সম্পাদক পার্থ ঘোষ, সদস্য ইতি বর্মন ও সঙ্গিতা দাস। উদ্বোধনী অনুষ্ঠানে ই-লাইব্রেরি নির্মিত একটি মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়।
—আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী

No comments

Powered by Blogger.