রেকর্ড কর্নার-অলআউট!

৭ উইকেট হারিয়ে ১০৩ রান। তার পরও অলআউট শ্রীলঙ্কা। এই ধাঁধার পেছনে রয়েছে চোট। চোটের কারণেই যে তিন ব্যাটসম্যানকে ছাড়া খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে।
১৩৫ বছরের টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে ৭ বা তার চেয়ে কম উইকেট হারিয়েও অলআউট হলো শ্রীলঙ্কা। আর এতেই কাল মেলবোর্নে যেন ফিরে এল তিন যুগ আগের কিংস্টন। ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়েও অলআউট হয়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারদের আঘাতে আহত হয়েছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ, অংশুমান গায়কোয়াড় ও ব্রিজেশ প্যাটেল। ফিল্ডিংয়ে আঙুল জখম করে ব্যাট করতে পারেননি বিষেন সিং বেদি ও ভগবত চন্দ্রশেখর। তাই ৫ উইকেটে ৯৭ করেও অলআউট হয় ভারত।

No comments

Powered by Blogger.