দেওয়ানগঞ্জের তোফানো-জয়নাল পাননি শহীদের স্বীকৃতি

১৯৭১ সাল তৎকালীন পূর্ব পাকিস্তানের রেলওয়ে কর্মরত জয়নাল আবেদীন এবং তোফানো শেখ আজও পাননি শহীদের স্বীকৃতি। তাঁদের পরিবারের দিন কাটে অনাহারে অর্ধাহারে।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌর শহরের ডালবাড়ি এলাকার বাসিন্দা সহযোগী ট্রেন চালক (ফায়ারম্যান) রেল শ্রমিক নেতা জয়নাল আবেদীন এবং তৎকালীন লোকো শেডে কর্মরত তোফানো মুক্তিসংগ্রাম পরিষদ গঠিত হলে ওই পরিষদে যোগ দেন। বিষয়টি ওই এলাকার পিচ কমিটির সদস্যসহ রাজাকার আলবদর বাহিনীর সদস্যরা বিষয়টি জেনে যায়। এপ্রিলের প্রথমার্ধে পাকসেনারা তৎকালীন ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার প্রায় সকল থানা দখলে নেয়। শুরু“ হয় আলবদর-রাজাকার পাকসেনাদের পৈশাচিক নির্যাতন ও নৃশংস হত্যাযজ্ঞ। ১১ এপ্রিল/৭১ তোফানো শেখ অন্যান্য দিনের ন্যায় ওই দিন সকালে রেলওয়ে লোকো শেডে কাজ কর্ম শেষ করে দুপুরে বাড়িতে খেতে আসেন। ক্ষুধার্ত স্বামীকে দেখে দ্রুত খেতে দেন স্ত্রী তছিরন। তড়িঘড়ি খাবার খেয়ে চলে যেতে হবে কর্মস্থলে অন্যথায় তোপের মুখে পড়তে হবে পাকসেনাদের। তাই তোফানো সবেমাত্র থালায় খেতে বসছেন এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই চিহ্নিত আলবদর, রাজাকার বাহিনীর সদস্যরা পাকসেনাদের সাথে নিয়ে তার বাড়ি ঘেরাও করে ফেলে। শুরু“হয় তার ওপর নরপশুদের অমানুষিক ও পৈশাচিক নির্যাতন। Ñআজিজুর রহমান ডল, জামালপুর

No comments

Powered by Blogger.