মাহমুদউল্লাহর জরিমানা

অখেলোয়াড়োচিত আচরণের জন্য জরিমানা গুনতে হচ্ছে মাহমুদউল্লাহকে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিনে স্টাম্পে লাথি মেরেছিলেন ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক।
ম্যাচ রেফারির শুনানিতে আচরণবিধি ভাঙার দায় মেনে নেন তিনি। কাল তাঁকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি এ এস এম রকিবুল হাসান। ঘটনা গত পরশু প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ইনিংসের ৬৪তম ওভারে। শেষ ব্যাটসম্যান মুরাদকে নিয়ে ব্যাট করছিলেন জিয়াউর রহমান। মাহমুদউল্লাহর ওভারের শেষ বলে কাভারে বল ঠেলেই দ্রুত একটি রান নিয়ে স্ট্রাইক ধরে রাখেন জিয়া। কাভারে ফিল্ডার শামসুর রহমান যথেষ্ট ক্ষিপ্রতায় ফিল্ডিং করতে পারেননি, সেই বিরক্তিতে মাহমুদউল্লাহ লাথি মেরে বসেন স্টাম্পে।
পাঠকের মন্তব্য

No comments

Powered by Blogger.