শীর্ষেন্দুর ‘পার্থিব’ নিয়ে দীর্ঘ ধারাবাহিক

দেশ টিভির যাও পাখি, এনটিভির মানবজমিন ধারাবাহিকের পর এবার প্রখ্যাত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব উপন্যাস নিয়েও বাংলাদেশের টিভি চ্যানেলের জন্য নাটক নির্মিত হতে যাচ্ছে।
পার্থিব নিয়ে ধারাবাহিকটি নির্মাণ করবেন রাশেদ রাহা। উপন্যাসটির লেখক এবং ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিও হয়ে গেছে। উপন্যাসের নামের সঙ্গে মিল রেখে ধারাবাহিকটির নামও রাখা হচ্ছে পার্থিব। এখন নাটকটির চিত্রনাট্যের কাজ চলছে।
নাটকটির পরিচালক রাশেদ রাহা বলেন, ‘জনপ্রিয় উপন্যাস নিয়ে নাটক নির্মাণ করার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ, উপন্যাসের বেশির ভাগ চরিত্রই সবার কাছে পরিচিত। তবে ঠিকঠাকভাবে নির্মাণ করতে পারলে প্রশংসাটাও পাওয়া যায় বেশি। চেষ্টা থাকবে, উপন্যাসটির মতো নাটকটিও যেন দর্শকনন্দিত হয়। ইচ্ছে আছে জানুয়ারির শেষ সপ্তাহে নাটকটির শুটিং শুরু করার। এখন অভিনয়শিল্পী ও লোকেশন বাছাইয়ের কাজ চলছে।’

No comments

Powered by Blogger.