ফ্রান্স-স্পেন পক্ষে, বিপক্ষে জার্মানি

জাতিসংঘে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রস্তাবে সমর্থন দেবে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়া গত মঙ্গলবার এ কথা জানান। ফ্রান্সের পর স্পেনও গতকাল বুধবার সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।
ফ্যাবিয়া মঙ্গলবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেন, ধারাবাহিকভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান রয়েছে ফ্রান্সের। তাদের এ প্রস্তাবেও ফ্রান্স সমর্থন দেবে।
ধারণা করা হচ্ছে, ফ্রান্সের সমর্থন ফিলিস্তিনের প্রস্তাব পাসের পথ অনেকটা প্রশস্ত করবে। সাধারণ পরিষদে ফ্রান্সের ভালো প্রভাব রয়েছে। অস্ট্রেলিয়া ও নরওয়েও প্রস্তাবের পক্ষে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। তারা বলেছে, ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের অর্ধেকেরও বেশি দেশ ফিলিস্তিনের পক্ষে 'হ্যাঁ' ভোট দেবে।
তবে ব্রিটেন জানিয়েছে, ভোটদান থেকে বিরত থাকবে তারা। জার্মানি সমর্থন দেবে না বলে জানিয়েছে। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.