অনাস্থা ভোট উতরে গেলেন ইংলাক

থাইল্যান্ডের পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে সহজেই উতরে গেছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক ৪৬৭ ভোটের মধ্যে ৩০৮ ভোট পান।
সম্প্রতি প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিসহ বিরোধীরা ইংলাকের বিরুদ্ধে দুর্নীতি দমনের ব্যর্থতার অভিযোগ আনে। সরকারকে থাকসিন সিনাওয়াত্রার হাতের পুতুল বলেও অভিযোগ করে বিরোধীরা। গত তিন দিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এ নিয়ে ব্যাপক বিতর্ক হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল অনাস্থ প্রস্তাব তোলে বিরোধীরা। এর আগে গত শনিবার ইংলাকের পদত্যাগের দাবিতে রাজার সমর্থকগোষ্ঠী 'পিতাক সিয়াম' রাজধানী ব্যাংককে বিক্ষোভ সমাবেশ করে।
ছয়দলীয় জোট সরকারের সদস্য ছাড়াও অন্য সদস্যদেরও ভোট পান ইংলাক। ভোটের পর প্রতিনিধি পরিষদের স্পিকার সোমসাক কিয়াতসুরানন্ত বলেন, 'প্রধানমন্ত্রীর কাজ চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে পার্লামেন্ট।' উপপ্রধানমন্ত্রী চালার্ম ইউবামরাং, প্রতিরক্ষামন্ত্রী সুকুমপোল সুওয়ানাতাত ও উপ-স্বরাষ্ট্রমন্ত্রী চাট কুলাদিলকও নিন্দা প্রস্তাব থেকে উৎরাতে সক্ষম হন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.