গাড়িবোমায় দামেস্কে নিহত ৫৪

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলীয় জারামানা এলাকায় গতকাল বুধবার কয়েক দফা গাড়িবোমা বিস্ফোরণে ৫৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২০ জন। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।
এদিন একটি সামরিক বিমানকেও ভূপাতিত করেছে বিদ্রোহীরা। এ নিয়ে পরপর দুদিন দুটি বিমান ভূপাতিত করল বিদ্রোহীরা।
সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, সরকারপন্থীদের ঘাঁটি হিসেবে পরিচিত জারমানার ক্রিস্তিয়ান ও দ্রুজ শহরে গাড়িবোমার বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকটি গাড়িসহ আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৃতের সংখ্যা ৩৪ বলে জানানো হয়। শুরুতে মানবাধিকার সংস্থাগুলো মৃতের সংখ্য কমপেক্ষ ৩৮ উল্লেখ করলেও পরে তা ৫০ ছাড়িয়েছে বলে জানায়। বিদ্রোহীরা জানায়, মঙ্গলবার রাজধানী ও এর আশপাশের এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষে নিহত হয়েছে ৪৮ জন। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসএএনএ দাবি করেছে, এ হামলার পেছনে 'সন্ত্রাসীদের' হাত রয়েছে।
সূত্র : এএফপি, টেলিগ্রাফ।

No comments

Powered by Blogger.