বলিউড- ঐ নতুনের কেতন ওড়ে...

শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। স্ক্রিন অ্যাওয়ার্ডসের জুরি বোর্ড তালিকাও চূড়ান্ত হয়ে গেছে। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে বছরের হিসাব-নিকাশ কষতে ব্যস্ত সবাই। অন্যান্য বছরের মতো এবারও বলিউডে নতুন মুখদের সুযোগ করে দিয়েছেন নির্মাতারা।
দু-একজন বাদে এঁরা কেউই রাঘববোয়ালদের আদুরে পুত্র-কন্যা নয় এ বছর নতুন অভিনেতাদের মধ্যে নিঃসন্দেহে ‘তারকা’ মর্যাদা পেয়েছেন প্রযোজক বনি কাপুর-তনয় অর্জুন কাপুর। মায়ের মৃত্যুর অল্প কিছুদিন পর অর্জুনের ছবি মুক্তি পায়। ২৫ কোটি রুপির ছবি ইশাকজাদে শুধু ভারত থেকে ৪৬ কোটি রুপি আয় করে। একক নায়ক হিসেবে এত বড় সাফল্য একমাত্র অর্জুনই দেখাতে পেরেছেন। স্বাভাবিকভাবেই অর্জুনের হাতে চলে এসেছে যশ রাজ ফিল্মসের দুটি ছবি আওরঙ্গজেব (শাশা), গুন্ডে (প্রিয়াঙ্কা চোপড়া) এবং করণ জোহর প্রযোজিত টু স্টেটস (আলিয়া ভাট)। নতুন মুখের সব কটি পুরস্কার অর্জুন পেয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন দুজন, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবিতে দুজন পাল্লা দিয়ে অভিনয় করেছেন। নতুন দুই নায়কের কাঁধে পাল্লা দিয়ে প্রায় ৭৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। এত বড় সাফল্যের মালিক হয়েছেন আরও এক নবাগত—আয়ুশমান খুরানা। ভিকি ডোনার ছবির ‘ভিকি’ রাতারাতি তারকা বনে গেছেন প্রথম ছবির অপ্রত্যাশিত সাফল্যে। পাঁচ কোটি রুপির ছবি ৪৫ কোটি রুপি ব্যবসা করেছে—ভাবা যায়? যদিও বিস্ময়করভাবে আয়ুশমানের হাতে এরপর কোনো ছবির প্রস্তাব আসেনি। তুলনায় বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং দক্ষিণের পৃথ্বিরাজ বলিউডবাসীর নজরে পড়েছেন। কাহানি ছবিতে বিদ্যার সহ-অভিনেতা পরমব্রত বিশেষ কোনো পুরস্কারও পেয়ে যেতে পারেন তাঁর প্রথম বলিউডি ছবির কারণে। আইয়া ছবিতে পৃথ্বিরাজ ভালো অভিনয় করলেও বক্স অফিসের সমর্থন না পাওয়ায় হতাশ হয়েছেন।
নতুন অভিনেত্রীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা তুলনামূলকভাবে বেশি। কে শ্রেষ্ঠ—আলিয়া ভাট (স্টুডেন্ট অব দ্য ইয়ার) নাকি ইলিয়েনা ডি ক্রজ (বরফি)? ডায়না পেন্টি (ককটেল) নাকি ইয়ামি গৌতম (ভিকি ডোনার)? পাওলী দাম (হেইট স্টোরি) নাকি সানি লিওন (জিসম টু)? ওদিকে তিন ছবি জান্নাত ২, রাজ ৩, চক্রব্যূহ নিয়ে এশা গুপ্তাও পুরস্কার পাওয়ার প্রধান দাবিদার। এই সাতজনের মধ্যে প্রত্যেকের ছবিই বক্স অফিসে সফল। অভিনয় মার্কিংয়ে সানি লিওন একটু পিছিয়ে থাকলেও বাকিরা ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। ডায়না পেন্টি, পাওলী দাম বাদে বাকিদের হাতে আছে লোভনীয় সব ছবির প্রস্তাব। এঁদের বাইরে ফারাহ খান (শিরি ফরহাদ কি তো নিকাল পাড়ি), অ্যামি জ্যাকসন (এক থা দিওয়ানা), হুমা কোরেশি (গ্যাংস অব ওয়েসিপুর), নিধি (আজব গজব লাভ), মধুরিমা (কামাল ধামাল মালামাল) বিচারকদের নজরে পড়েছেন। শেষ পর্যন্ত কোন নতুনের বিজয় কেতন উড়বে, তা জানতে অপেক্ষা করতে হবে ৭ জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্যন্ত!
 রুম্মান রশীদ খান
আইএমডিবি, হিন্দুস্থান টাইম, টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, ফিল্মফেয়ার, রেডিফ ডট কম অবলম্বনে

No comments

Powered by Blogger.