সবচেয়ে সরু বাড়ি!

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে গত শনিবার সরু একটি আবাসিক ভবনের উদ্বোধন করা হয়েছে। চারতলা ভবনটি এতটাই সরু যে, সবচেয়ে বেশি প্রশস্ততা রয়েছে যে জায়গায় তার মাপ ৬০ ইঞ্চি। ৯ মিটার উঁচু ভবনটির সবচেয়ে সরু অংশে প্রশস্ততা ৩৬ ইঞ্চি।


ইউরোপ তো বটেই, একে বিশ্বের অন্যতম সরু ভবন হিসেবে বিবেচনা করা হচ্ছে। শৈল্পিক এ স্থাপনাটির নকশা করেছেন পোলিশ স্থপতি জ্যাকুব সেসনি। এতে থাকবেন ইসরায়েলি লেখক এডগার কেরেট। সেসনি বলেন, 'ভবনটিতে বসবাসের জন্য সব সুযোগ-সুবিধাই আছে। ছোট্ট একটি রান্নাঘর, শৌচাগার, ঘুমানোর জায়গা ও কাজ করার জায়গাও আছে। তবে এসব সুবিধা পেতে মই ব্যবহার করতে হবে।' ভবনটির নাম রাখা হয়েছে "কেরেট হাউস পোলান্ড'স"। কেরেট টিভিএন২৪ টেলিভিশনকে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর মা-বাবাকে মেরে ফেলে হিটলার বাহিনী। তৎকালীন ইহুদি এলাকার কাছেই ভবনটির অবস্থান। পরিবারের স্মৃতির সঙ্গে ভবনটির যোগ থাকায় তিনি অভিভূত। সূত্র : রয়টার্স।

No comments

Powered by Blogger.