হলমার্কঃ অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে তানভীর

ঋণ কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদকে একটি অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিন তানভীরকে আদালতে হাজির করে পল্লবী থানা পুলিশ। নতুন করে রিমান্ডের আবেদন না থাকায় মহানগর হাকিম তারেক মাইনুল ইসলাম ভুইঞা তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ৮ অক্টোবর একটি অস্ত্র মামলাসহ চারটি মামলায় তানভীরের ২৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার অস্ত্র মামলাসহ তিনটি মামলায় তার রিমান্ড শেষ হলো।

দুদক শাখার কর্মকর্তা আব্দুস সালাম আদালতে জানিয়েছেন, দুদক চাইলে তানভীরকে অবশিষ্ট মামলায় জেল থেকে রিমান্ডে নিতে পারবে।

উল্লেখ্য, অস্তিত্বহীন আনোয়ারা স্পিনিং মিলস, হলমার্ক ফ্যাশনসহ প্রভৃতি ভুয়া নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকের রুপসি বাংলা হোটেল শাখায় জালিয়াতি করে দুই হাজার ৬৭৬ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগে হলমার্কের ২৭ কর্মকর্তার বিরুদ্ধে গত ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় ১১টি মামলা করে দুদক।

গত ১৮ অক্টোবর তানভীর ঋণ কেলেঙ্কারির করা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে গত ৭ অক্টোবর রাত সোয়া ৯টায় রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লক থেকে তানভীরসহ কয়েকজন আসামিকে আটক করে র‌্যাব। গ্রেফতারের সময় তানভীরের কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

No comments

Powered by Blogger.