মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- ওবামাকে ছাড়িয়ে যাচ্ছেন রমনি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির অবস্থান যেন হঠাৎ করেই শক্তিশালী হতে শুরু করেছে। অঙ্গরাজ্য থেকে অঙ্গরাজ্য ধরে হিসাব করলে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা এখনো এগিয়ে আছেন বলেই মনে হয়।


কিন্তু সাম্প্রতিক প্রায় সব জরিপের ফলাফলে দেখা যায়, ওবামার চেয়ে রমনি এগিয়ে আছেন। ৩ অক্টোবর দুই প্রার্থীর প্রথম মুখোমুখি বিতর্কে রমনির জয়ের পরই বিভিন্ন জনমত জরিপের ফল তাঁর পক্ষে যেতে শুরু করে। গত মঙ্গলবার দ্বিতীয় মুখোমুখি বিতর্কে রমনি হেরে গেলেও জরিপের ফলে তা তেমন প্রভাব ফেলছে না।
দুই সপ্তাহ আগে ওহাইওসহ ‘দোদুল্যমান’ অঙ্গরাজ্যগুলোতে জরিপে রমনির পক্ষে খুব বেশি সাড়া পাওয়া যায়নি। কিন্তু সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, এসব অঙ্গরাজ্যে রমনির সমর্থন বেড়েছে। এখন ‘দোদুল্যমান’ প্রায় আটটি অঙ্গরাজ্যে ওবামা ও রমনির প্রতি সমর্থন ‘টস ভাগ্যের’ মতো অবস্থায় রয়েছে।
কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপকারী পিটার ব্রাউন বলেন, প্রথম মুখোমুখি বিতর্কের আগে মনে হয়েছিল, হোয়াইট হাউসে পৌঁছা রমনির পক্ষে সম্ভব নয়। কিন্তু এখন মনে হচ্ছে, এটা খুবই সম্ভব।
বর্তমান পরিস্থিতি দেখে রমনি তাঁর প্রচারণায় নতুন কৌশল নিয়েছেন। শুরুতে ‘দোদুল্যমান’ অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় পিছিয়ে ছিলেন রমনি। সাম্প্রতিক জরিপে দেখা যায়, এখানে ওবামার চেয়ে সামান্য এগিয়ে গেছেন রমনি। তাই নর্থ ক্যারোলাইনা থেকে কিছু কর্মী অন্য ‘দোদুল্যমান’ অঙ্গরাজ্যগুলোতে পাঠাচ্ছেন রমনি।
জরিপ প্রতিষ্ঠান দ্য রিয়ালক্লিয়ার পলিটিক্সের গড় জরিপে দেখা যায়, ওবামা যেসব অঙ্গরাজ্যে কমপক্ষে চার শতাংশ এগিয়ে আছেন, সেখানে তাঁকে জয়ী ধরলে তাঁর মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়ায় ২৩৭। একই হিসাব রমনির ক্ষেত্রে ধরলে, রমনির ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়ায় ২০৬টি। অন্য অঙ্গরাজ্যগুলোতে দুই প্রার্থীর যে কেউ জিততে পারেন। এমন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো হলো: কলোরাডো, ফ্লোরিডা, আইওয়া, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, ওহাইও, ভার্জিনিয়া ও উইসকনসিন। এসব অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৯৫। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই আটটি অঙ্গরাজ্যেই জয় পেয়েছিলেন ওবামা। কোনো প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮। এএফপি।

No comments

Powered by Blogger.