চার্চিলের গাড়ি নিলামে বিক্রি

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ নেতা উইন্সটন চার্চিলের ব্যবহূত ল্যান্ড রোভার গাড়ি নিলামে বিক্রি হয়েছে। গাড়িটির দাম উঠেছে এক লাখ ২৯ হাজার পাউন্ড। তবে গাড়ির ক্রেতা নিজের নাম প্রকাশ করতে চাননি।


১৯৫৪ সিরিজের ওয়ান ল্যান্ড রোভারটি ‘ইউকেই ৮০’ নামে নিবন্ধন করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী চার্চিলের ৮০তম জন্মদিন উপলক্ষে এই গাড়িটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এর আসনগুলো সাধারণের চেয়ে বেশি প্রশস্ত। নিলামে তোলার আগে আশা করা হয়েছিল, গাড়িটির দাম ৬০ হাজার পাউন্ড উঠতে পারে। তবে নিলাম দেওয়ার পর প্রত্যাশার চেয়ে দ্বিগুণ দাম উঠেছে গাড়িটির।
ল্যান্ড রোভারটি ২০ হাজার ৮১২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এর আগের মালিক ১৯৭৭ সাল থেকে ৩৫ বছর গ্যারেজে রেখেছেন গাড়িটি। বিবিসি।

No comments

Powered by Blogger.