সাইবার অপরাধ আইন স্থগিতের নির্দেশ

ফিলিপাইনের সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবার সে দেশের একটি বিতর্কিত সাইবার অপরাধবিষয়ক আইন স্থগিতের নির্দেশ দিয়েছেন। বিপুলসংখ্যক মানুষের বিরোধিতার মুখে এই নির্দেশ দেওয়া হলো। আইনটি বাতিলের দাবিতে আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল দেশটির সুপ্রিম কোর্টের ১৫ সদস্য রুদ্ধদ্বার বৈঠক করেন।


বৈঠক শেষে ওই আইন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আইন প্রয়োগ করা যাবে না।
শিশু পর্নোগ্রাফিসহ সাইবার অপরাধ রোধে গত সপ্তাহ থেকে আইনটির প্রয়োগ করা শুরু হয়েছিল। কিন্তু এই আইনের সমালোচনাকারীদের অভিযোগ, এই আইন মানুষের ব্যক্তিস্বাধীনতার বিরোধী। এই আইনের বলে, আদালতের আদেশ ছাড়াই সরকার যেকোনো ওয়েবসাইট বন্ধ করে দিতে পারে। এ ছাড়া ভিডিও-কথোপকথন ও তাৎক্ষণিক বার্তাসহ অনলাইনে কর্মকাণ্ড মনিটর করতে পারে।
মানবাধিকার সংগঠন, গণমাধ্যম ও ওয়েবসাইট ব্যবহারকারীরা এই আইনের সমালোচনা করে আসছিলেন। সামাজিক যোগাযোগের মাধ্যমেও এ আইনের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। এর প্রতিবাদের হ্যাকাররা সরকারি ওয়েবসাইটে হামলা চালায়। এএফপি।

No comments

Powered by Blogger.