বন্ধুদের জানাতে চাই

দেশের ৫০ হাজার বন্ধুকে একই সুতায় বেঁধেছে বন্ধুসভা। বন্ধুসভা দেশে এখন একটি আন্দোলনের নাম—যা মাদককে বলে না, অ্যাসিড-সন্ত্রাসকে বলে না, সব অনিয়মকে বলে না; এগিয়ে যায় যেকোনো দুর্যোগে সবার পাশে। সহায়তা করে সিডর, আইলা, খরা, বন্যা, শীতার্তদের সহায়তাসহ নানা জাতীয় বিষয়ে।


বন্ধুরা এখন স্বপ্ন দেখেন দেশ বদলে দেওয়ার, নিজেকে বদলে নেওয়ার। ইন্টারনেটের হাত ধরে সময়ের সঙ্গে যখন পৃথিবীর সবকিছু বদলে যাচ্ছে, আমরাও তখন যুগের সঙ্গে তাল মিলিয়ে মানিয়ে নিয়েছি নিজেদের। বন্ধুসভার অনলাইন ভার্সন ‘bondhushava.com’-এর কথাই বলছি। বন্ধুরা নিজেদের যেকোনো অনুষ্ঠান, অনুষ্ঠানের ছবি, নিজের লেখা কবিতা, গল্প বা কোনো ভ্রমণকাহিনি—সবকিছু দ্রুত বন্ধুদের জানিয়ে দিতে অনেক বন্ধুই এখন ব্যবহার করছেন বন্ধুসভার এই অনলাইন ভার্সন। আপনাদের এই প্রিয় ওয়েবসাইটে লিখতে হলে নিজের একটি শুদ্ধ অ্যাকাউন্ট খুলে নিন আজই। ভ্রমণ করুন বন্ধুদের আনন্দময় ভুবনে। আপনাদের সব কার্যক্রম, উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা, নিজেদের কমিটি, ভালো লেখা, ঘোরাঘুরিসহ সব ছবি পোস্ট করুন এ ওয়েবসাইটে। আর ‘bondhushava.com’ ব্যবহারে যেকোনো সমস্যায় ফোন করতে পারেন আমাকে—
মো. ইমরুল কায়েস
ওয়েবসাইট সম্পর্কে সার্বিক যোগাযোগ: ০১৯২৩৭৯৫৯২৯

No comments

Powered by Blogger.