সাইফের বিচারের জায়গা নির্ধারণে শুনানি শুরু

লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের বিচার কোথায় হবে_এর মীমাংসায় হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গতকাল মঙ্গলবার থেকে দুদিনের শুনানি শুরু হয়েছে। শুনানির প্রথম দিন লিবিয়া সরকারের আইনজীবীরা আদালতকে বলেন,


সাইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সপক্ষে তাঁদের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ আছে।
একই অভিযোগে সাইফকে (৪০) কাঠগড়ায় দাঁড় করাতে চান আইসিসি। এর পরিপ্রেক্ষিতে গত বছরের জুনে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত। তবে লিবিয়ার বর্তমান কর্তৃপক্ষ সাইফের বিচার দেশের মাটিতেই করতে চায়। সাইফের আইনজীবীদের আশঙ্কা, লিবিয়ায় বিচার হলে সাইফ ন্যায়বিচার পাবেন না। এ নিয়ে লিবিয়া ও আইসিসির মধ্যে টানাপড়েন চলছে। দুদিনের এ শুনানি শেষে সাইফের বিচার কোথায় হবে সে ব্যাপারে রায় দেবেন আইসিসি। এ ব্যাপারে এই প্রথম শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.