শহর দখলের দাবি সিরিয়ার বিদ্রোহীদের

সিরিয়ার বিদ্রোহীরা গতকাল মঙ্গলবার দাবি করেছে, তারা দেশটির একটি কৌশলগত শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। সরকারবিরোধী আন্দোলনকর্মীদের দাবির বরাত দিয়ে আজ বুধবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।


বিদ্রোহীদের দাবি অনুযায়ী, মারাত আল নুমান নামের শহরটি তারা দখল করেছে। এটি ইদলিব প্রদেশের একটি কৌশলগত শহর। রাজধানী দামেস্ক থেকে বাণিজ্যিক বন্দর আলেপ্পোতে এই শহরের ওপর দিয়ে যেতে হয়।
বিদ্রোহীদের দাবি, তিনটি তল্লাশিকেন্দ্র ছাড়া শহরটির বাকি অংশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।
এর আগে গত ১০ জুন বিদ্রোহীদের কাছে মারাত আল নুমান শহরের পতন হয়েছিল। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী গত আগস্টে শহরটি পুনরায় তাদের নিয়ন্ত্রণে নেয়।
মারাত আল নুমান শহরের পতন বিদ্রোহীদের বড় ধরনের বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। সিরিয়ায় দেড় বছরেরও বেশি সময় ধরে আসাদবিরোধী আন্দোলন চলছে।

No comments

Powered by Blogger.