রঙিন চোখের ভাষা by রয়া মুনতাসীর

রঙিন কাজল। আগে শুনলে কেমন অদ্ভুত লাগত। কালো চোখে কালো রেখাই তো ভালো। কিন্তু ফ্যাশন ট্রেন্ড বদলে দেয় অনেক ভাবনাই। রঙিন কাজলের ব্যবহারে চোখের ভাষার পরিবর্তন তো হয়ে গেছেই। সঙ্গে সঙ্গে দেখতেও অনেক জমকালো ও উজ্জ্বল লাগে।


লাল, নীল, সবুজ, বেগুনি, কমলা—বিভিন্ন রং এখন চোখের ওপরে ও নিচে খেলা দেখিয়ে যাচ্ছে ইচ্ছামতো।

কাজল কেন?
‘এই অঞ্চলের মানুষের জন্য মেকআপের একটি অংশ হিসেবে কাজলের গুরুত্ব অনেক। অতীতে সাজ বলতে নারীরা কাজলটাই ব্যবহার করতেন বেশি। আমাদের দেশের নারীদের গায়ের রং এবং চোখের ধরনের সঙ্গে কাজল বেশ মানিয়ে যায়। এখন কালো কাজলের পাশাপাশি রঙিন আইলাইনারও বেশ জনপ্রিয়তা পেয়েছে’—বলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান।
কালো কাজলের জয়জয়কার তো থাকবেই সব সময়। তবে রঙিন কাজলের আবেদন অন্য রকম। চেহারায় চমৎকার আবেদন তৈরি করবে, যদি সঠিকভাবে লাগাতে পারেন। রং বাছাই করার ক্ষেত্রে খুব একটা মনোযোগ না দিলেও হবে। পোশাকের সঙ্গেও যে রং মিলতে হবে, তাও না। দুই-তিন এমনকি চার-পাঁচটা রংও মিশিয়ে লাগাতে পারেন।

ফাংকি থেকে জমকালো
ফাংকি লুক তৈরি করতে একটু না হয় সাহসিকতা দেখিয়েই দিলেন। একটা রঙের ওপর আরেকটা রঙের রেখা টেনে দিলেন। চোখের নিচে দুটো রঙের ব্যবহার করলেন। আর ওপরে পর পর তিনটি রং। তবে সাধারণ সময়ে যে সাজটা করবেন, সেখানে বিভিন্ন রঙের কাজল একটু ব্লেনড করে দিতে হবে। অর্থাৎ রংগুলো বোঝাও যাবে আবার একটার সঙ্গে আরেকটা মিশেও থাকবে। দুই রঙের কাজল পাশাপাশি লাগাতে পারেন। সে ক্ষেত্রে নাকের পাশ থেকে চোখের মাঝামাঝি জায়গা পর্যন্ত হালকা রং আর মাঝ থেকে চোখের কোনা পর্যন্ত গাঢ় রং লাগাতে হবে।
যদি আইলাইনার বা রঙিন কাজল ব্যবহারে মসৃণ রেখা টানা না যায়, আইজেল ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন রঙের আইজেল পাওয়া যাচ্ছে। তবে চোখ বলে কথা। এ কারণে একটু ভালো ব্র্যান্ডের কাজল, আইলাইনার ও আইজেল ব্যবহার করা উচিত।

দরকার নেই আইশ্যাডো
যেহেতু রঙিন কাজলের আনাগোনা বেশি, আইশ্যাডো না লাগালেও চলবে। এতে বরং কাজলের রংগুলো বোঝা যাবে ভালো করে। চাইলে সবচেয়ে ওপরে যে রঙের কাজল লাগাবেন, সেটাকে একটু ব্লেনড করে আইশ্যাডোর মতো করে নেওয়া যেতে পারে। অনেকের আইশ্যাডো মসৃণ করে পর পর লাগাতে অসুবিধা হয়। তাঁদের জন্য কাজলের রেখা আইশ্যাডোর মতো ব্লেনড করে লাগানোর পদ্ধতিটা অনেক কার্যকর।

দিন থেকে রাত
নীল, বেগুনি, সবুজ, লাল—সব রংই রাতে ও দিনে ব্যবহার করা যাবে। তবে দিনে হালকাভাবে লাগাতে হবে। অথবা ম্যাট রংগুলো ব্যবহার করা যায়। রাতের বেলায় একটু গাঢ়ভাবে এঁকে তার ওপরে শিমার ব্যবহার করলে দেখতে ভালো লাগবে।

চোখের মণির সঙ্গে মিলিয়ে
চোখের মণি যদি কালো হয়, তাহলে খুব উজ্জ্বল রং ব্যবহার করবেন না। একটু গাঢ় রঙের বেগুনি, সবুজ ও নীল আইলাইনার ব্যবহার করুন। উজ্জ্বল রং ব্যবহার করতে চাইলে প্রথমে গাঢ় রঙের কাজল মোটা করে লাগিয়ে এরপর উজ্জ্বল রংটি হালকা করে লাগাতে পারেন।

No comments

Powered by Blogger.