মন্ত্রী বললেন, ছোটখাটো চুরি করাই যায়

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গণপূর্তমন্ত্রী শিবপাল যাদব সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, তাঁরা চাইলে ছোটখাটো চুরি করতে পারেন, তবে জনগণের সম্পদ ডাকাতি করা উচিত হবে না।রাজ্যের ইতাহ জেলায় এক বৈঠকে মন্ত্রী শিবপাল যাদব এ কথা বলেন। শুক্রবার ভারতের একটি টেলিভিশন চ্যানেলে বৈঠকের ধারণ করা দৃশ্য সম্প্রচার করা হয়।
টেলিভিশনে সম্প্রচার করা দৃশ্যে দেখানো হয়, বৈঠকে মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলছেন, ‘যেহেতু আপনারা কঠোর পরিশ্রম করেন এবং সব কাজ আপনাদেরই করতে হয়, সেহেতু আপনারা সামান্য চুরি করতেই পারেন। তবে ডাকাতি করা উচিত হবে না।’ মন্ত্রীর এই বক্তব্যে সারা ভারতে তোলপাড় পড়ে যায়।
পরে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির নেতা শিবপাল যাদব অভিযোগ করেন, অনুমতি ছাড়াই চ্যানেলটি ওই বৈঠকের দৃশ্য ধারণ করেছে। এ ছাড়া টেলিভিশনে তাঁর বক্তব্য কাটছাঁট করে সম্প্রচার করা হয়েছে। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি একেবারেই দুর্নীতির বিরুদ্ধে। আসলে বৈঠকে আমি দুর্নীতি রোধের বিষয়ে জেলা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছিলাম।’
মন্ত্রী আরও বলেন, বহুজন সমাজ পার্টির নেতৃত্বাধীন সাবেক সরকারের আমলে যে ‘লাগামহীন’ দুর্নীতি হয়েছে, তাঁর সরকার সেই দুর্নীতি রোধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। তিনি আরও বলেন, কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন এবং এটা ভাবা ভুল হবে যে, তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে

No comments

Powered by Blogger.