আফগানিস্তানে পৃথক হামলায় ছয় বিদেশি সেনা নিহত

আফগানিস্তানে ন্যাটোর ঘাঁটিতে এক বেসামরিক আফগানের গুলিতে গত শুক্রবার তিন বিদেশি সেনা নিহত হয়েছেন। একই দিন পৃথক এক ঘটনায় এক আফগান পুলিশ সদস্যের গুলিতে আরো তিন বিদেশি সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার আইএসএএফের বরাত দিয়ে দ্য ডন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।


আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর (আইএসএএফ) মুখপাত্র বলেন, 'সাধারণ পোশাক পরা গুলিবর্ষণকারী ওই ব্যক্তি একজন সরকারি চাকুরে ছিলেন। তাঁকে ওই ঘাঁটিতে দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছিল। তবে তিনি আফগান বাহিনীর সদস্য কি না সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।' মুখপাত্র জানান, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আফগান-ন্যাটো ঘাঁটিতে ওই ব্যক্তি কিভাবে অস্ত্র সংগ্রহ করলেন সে বিষয়ে কোনো তথ্য তাঁর কাছে নেই।
এদিন আরেক ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। এক আফগান পুলিশ কর্মকর্তাকে খাওয়ার আমন্ত্রণ জানানো হয়। তাতে অংশ নিয়ে ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের চার সেনা সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করেন। এতে তিন সেনা নিহত হন। আফগান কর্মকর্তার সূত্রে এ খবর জানা গেছে। আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বছর তথাকথিত 'গ্রিন-অন-ব্লু' ক্যাটাগরির ২৩টি হামলায় ৩০ জনের বেশি ন্যাটো সেনা নিহত হন।
আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের অস্ত্র মিত্র ন্যাটো বাহিনীর ওপর প্রয়োগ করাকে 'গ্রিন-অন-ব্লু' হামলা বলে অভিহিত করা হয়। সূত্র : রয়টার্স।

No comments

Powered by Blogger.