এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং

সম্প্রতি প্রকাশিত হলো এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল। এইচএসসি ফল উচ্চ শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ এর উপর আগামী দিনের ক্যারিয়ার নির্ভর করে। কারণ এতদিন পড়াশোনা ছিল সাধারণ আর বর্তমানের পড়াশোনা সম্পূর্ণ ক্যারিয়ারভিত্তিক। প্রতিটি অভিভাবক তার সন্তানদের পড়াশোনার জন্য দু’টি বিষয় মাথায় রাখে প্রথমটি


উচ্চশিক্ষা সম্পূর্ণ করে মানুষ হওয়া, দ্বিতীয়টি তা দিয়ে যেন সুন্দর একটি ক্যারিয়ার গড়া যায়। এই তো কিছুদিন আগেও একটা সময় ছিল শুধুমাত্র একাডেমিক পড়াশোনা শেষ করে যে কোন পেশায় ক্যারিয়ার গড়া গেছে। এখন কিন্তু আর সেই সময় নেই। সময়ের এসেছে ব্যাপক পরিবর্তন। মানুষ চায় আধুনিকতা ও বৈচিত্র্যের ছোঁয়া যা রয়েছে ক্যারিয়ারের সঙ্গে জড়িত। তাই এমনি কিছু যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে যা আপনাকে গড়ে দেবে আগামী ভবিষ্যত। একটা সময় এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য আমাদের ছেলেমেয়েদের বিদেশে যেতে হতো। এখন আমাদের দেশেই এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রী অর্জন করা সম্ভব। আর এটি সম্ভব হয়েছে এ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি)-এর দীর্ঘদিনের প্রচেষ্টায়।
আমাদের দেশের একমাত্র প্রতিষ্ঠান এসিবি যুক্তরাজ্যের স্বনামধন্য শিক্ষাবোর্ড বিজনেস এ্যান্ড টেকনিক্যাল এডুকেশন কাউন্সিল (বিটেক)-এর অধীনে চালু করেছে বিএসসি ইন এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী কোর্স। এনডি করবে এসিবেতে তিন বছর আর ফাইনাল ইয়ার চায়নার সেংগইয়ান এ্যারোস্পে ইউনিভার্সিতে বিএসসি ইন এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়বে। উল্লেখ্য, চায়নার এ বিশ্ববিদ্যালয়টি বর্তমানে নাসা-এর উড়োজাহাজের নামকরা কোম্পানিগুলোর সঙ্গে কাজ করছে। এ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি) তাদের এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দীর্ঘদিনের সাফল্যের বাস্তব অভিজ্ঞতা থেকে চালু করতে যাচ্ছে ৪ বছর মেয়াদী বিএসসি কোর্স। এই কোর্সে শিক্ষা গ্রহণের লক্ষ্যে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি হতে পারেন। বাংলাদেশে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা সার্টিফিকেট/ ডিগ্রী পাবে এডেক্সেলের যুক্তরাজ্যে থেকে। এছাড়া যেসব শিক্ষার্থী বিদেশে ক্রেডিট ট্রান্সফার করে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এসিবিতে রয়েছে বিশেষ সুযোগ। এখানে ৩৬ মাস পড়াশোনা করে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বিশ্বের যে কোন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে। এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে আপনি হতে পারেন একজন বিদেশী ডিগ্রীধারী। এসিবিতে যে কোন বিষয়ে ভর্তির শিক্ষাগত যোগ্যতা গণিত ও পদার্থবিদ্যাসহ বিজ্ঞানে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পাস। যারা গণিত ও পদার্থবিদ্যাসহ বিজ্ঞানে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ভাল ফলাফল করেছেন তারা এ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি)-এ ৪ বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে এখনই ভর্তি হতে পারেন। বিস্তারিত জানা ও ভর্তির জন্য যোগাযোগ করুনÑএ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি), ক্যাম্পাস, বাড়ি-৩৮, রোড নম্বর ২০, সেক্টর-১১, উত্তরা মডেল টাউন, ঢাকা ফোন : ০১১৯১৭৯১৭৮০, ০১৯২৯৩৪০৬৩৬, ৮৯৯১২৪০, ওয়েব : িি.িধপন-নফ.পড়স

নাহিদ হাসান

No comments

Powered by Blogger.