মেক্সিকো ২:১ ব্রাজিল- ব্রাজিলের স্বপ্ন গুঁড়িয়ে দিল মেক্সিকো

রোমারিও, রোনালদো, রোনালদিনহোরা পারেননি। নেইমারও একই নৌকার যাত্রী। ব্যর্থ অতীত আবারও তাড়া করল ব্রাজিলকে। অলিম্পিক ফুটবল সোনা অধরাই রইল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে। কাল ওয়েম্বলিতে ব্রাজিলের ইতিহাস গড়ার ফাইনালটা শুরুই হয় একটা রেকর্ড গড়ে। ২৯ সেকেন্ডেই ব্রাজিলের জালে মেক্সিকোর গোল।


অলিম্পিক ফুটবলের ইতিহাসে যেটি দ্রুততম গোল। কিক-অফ থেকেই অসতর্ক ব্রাজিলের রক্ষণ। সেই সুযোগে ওরিবে পেরালতার শটে গোল। ম্যাচে ফেরার জন্য এরপর আপ্রাণ চেষ্টা করল ব্রাজিল। কিন্তু পারল না। উল্টো সেই পেরালতা ৭৫ মিনিটে ২-০ করে দেন। শেষ মিনিটে ফ্রি-কিক থেকে হাল্ক ২-১ করলেন। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লেখা হয়ে গেছে ব্রাজিলের আরেকটি কান্নার গল্প।
ফেবারিট ব্রাজিলকে হতাশায় ডুবিয়ে অলিম্পিক ফুটবল পেয়েছে তার নতুন চ্যাম্পিয়নকে। ১৯৮৬ সালে স্বদেশে অনুষ্ঠিত অলিম্পিকে (চতুর্থ) হয়েছিল মেক্সিকো। সেই মেক্সিকোর এই সাফল্য বেশ চমক-জাগানিয়া। ওদিকে জাপানকে ২-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া।

No comments

Powered by Blogger.