মেঘালয়ে বাস খাদে, নিহত ৩১

ভারতের মেঘালয় রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মেঘালয়-আসাম সীমান্তসংলগ্ন তামসেং গ্রামের কাছে পূর্ব জৈন্তা পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।


বাসটি আসামের রাজধানী গোহাটি থেকে আগরতলা যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি প্রায় ৮০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়।
জেলা পুলিশ প্রধান এম কে ডি খার বলেন, 'আমরা ৩১ জনের মৃতদেহ উদ্ধার করেছি। এ ছাড়া গুরুতর আহত ছয়জনকে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।' মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। তাছাড়া বাসচালকও বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। রাস্তাঘাট ভেজা থাকার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।
বিশ্বে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি লোক মারা যায় ভারতে। প্রতিবছর এক লাখ হাজারেরও বেশি লোক মারা যায়। বিশেষজ্ঞদের মতে, মূলত বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও রাস্তাঘাটের বেহাল দশার কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে। সূত্র : দ্য হিন্দু।

No comments

Powered by Blogger.