রিমির অগ্রযাত্রা

সাবিনা ইয়াসমিন রিমি। ছোটবেলা থেকেই শিশু একাডেমীতে নাচ শিখতেন। নাচের প্রতি রয়েছে তার আলাদা ভালবাসা। পড়াশোনা করেছেন মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ থেকে। তিনি টানা দুই বছর কাজ করেছেন একুশে টেলিভিশনের বাচ্চাদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্তখবরে। লাক্স চ্যানেল আই সুপার স্টারের এ বছরের আসরে


খেয়ালের বসেই করে ফেলেন রেজিস্ট্রেশন। যথারীতি অডিশনে ডাক পড়ে রিমির। উৎরে যান তিনি। এরপর নানা ধাপ পেরিয়ে এলেও বারোতে থেমে যায় রিমির বিজয় রথ। তবে এতে মোটেও হতাশ নন তিনি। কারণ এ রকম একটা সুন্দরী প্রতিযোগিতার আসরে এসে দেড় মাস গ্রুমিং এবং নানা গুণী মানুষের সংস্পর্শে এসে শিখেছেন অনেক কিছু। সে প্রাপ্তিও কিছু কম নয় তার কাছে। এর মধ্যে রিমি পুরোদমে মিডিয়াতে ব্যস্ত হতে শুরু করেছেন। ‘রেড বুল’ ‘চন্দন আইস কুল ফেস্ওয়াস’ ‘হেলদি টোস্ট’ এবং মোজোর বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। শুধু মডেলিং নয়, পাশাপাশি অভিনয়েও নিয়মিত হচ্ছেন তিনি। ইশতিয়াক রোমেলের ঈদের নাটক ‘গল্পটা যেন কেমন’-এ একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিমি। মডেলিং আর অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন রিমি। এর বাইরে বেশ কিছু ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছেন তিনি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিবিএতে পড়ছেন তিনি। অভিনয়ে সুবর্ণা মোস্তফার দারুণ ভক্ত রিমি। তবে যা কিছুই করেন নাচ কখনই ছাড়বেন নাÑএমনই দৃঢ় প্রতিজ্ঞা তার। রিমির কাছে প্রতিটি দিনই একটা নতুন স্বপ্ন আর সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। আনন্দকণ্ঠ ডেস্ক

No comments

Powered by Blogger.