একনজরে- ভারতের নতুন রাষ্ট্রপতি

নাম: প্রণব মুখার্জি জন্ম: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরাতি গ্রামে ১৯৩৫ সালে বাঙালি সম্ভ্রান্ত পরিবারে।
পড়াশোনা: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করেন। এরপর শিক্ষকতা ও সাংবাদিকতা করেন। আইন পেশায়ও ছিলেন কিছু দিন।


রাজনীতি: ১৯৬৯ সালে কংগ্রেসের মনোনয়নে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য নির্বাচিত হন প্রণব মুখার্জি। এরপর ১৯৭৫, ১৯৮১, ১৯৯৩ ও ১৯৯৯ সালেও নির্বাচিত হন। মাঝে ১৯৮০ সালে লোকসভার নির্বাচনে হেরে যান। তবে ২০০৪ ও ২০০৯ সালে লোকসভার সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে কংগ্রেস ক্ষমতায় এলে প্রথমে প্রতিরক্ষা ও পরে পররাষ্ট্রমন্ত্রী হন। কংগ্রেস আবার ক্ষমতায় এলে ২০০৯ সালে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পান।৭৬ বছর বয়সী প্রণব মুখার্জি দিনে ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি ভালোবাসেন পড়তে, বাগান করতে ও গান শুনতে। ১৯৫৭ সালে বিয়ে করেন শুভ্রা মুখার্জিকে।

No comments

Powered by Blogger.