ঘরে বসেই এইচআইভি পরীক্ষা!

এইচআইভিতে আক্রান্ত কি না—আর কিছুদিনের মধ্যে যে কেউ ঘরে বসে ছোট্ট একটি পরীক্ষার মাধ্যমেই তা জানতে পারবে। মুখের লালা পরীক্ষা করে মাত্র ২০ থেকে ৪০ মিনিটের মধ্যে রক্তে এইচআইভির উপস্থিতি আছে কি না, তা নিজে নিজেই শনাক্ত করা সম্ভব হবে।


এইচআইভি পজিটিভ কি না—তা পরীক্ষা করা হবে ‘ওরাকুইক টেস্ট’-এর মাধ্যমে। আগামী কয়েক মাসের মধ্যেই এটি বাজারে আসবে। ইতিমধ্যে প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে ‘ওরাকুইক টেস্ট’-এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ওরাশিউর টেকনোলোজিস।
ওরাশিউরের প্রধান নির্বাহী ডগলাস মিশেল বলেন, ‘আমরা আশা করছি, সব ধরনের খুচরা বিক্রয়কেন্দ্রে এ পণ্যটি (ওরাকুইক টেস্ট) পাওয়া যাবে।’ প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ওরাকুইক টেস্টের মূল্য ৬০ ডলারের কম হবে।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) আশাবাদ প্রকাশ করেছে, যারা হয়তো কখনোই এইচআইভি পরীক্ষা করত না, ওরাকুইক টেস্ট তাদের কাছেও পৌঁছাবে।
তবে এফডিএ বলছে, এই টেস্টটি শতভাগ নির্ভুল না-ও হতে পারে। কারও কারও ক্ষেত্রে এইচআইভি পরীক্ষার জন্য ওরাকুইক টেস্টের পরও হয়তো সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের শরণাপন্নও হতে হবে। বিবিসি।

No comments

Powered by Blogger.