বলিউড ২০১২-ছয় মাসের পোস্টমর্টেম

তিন খান—শাহরুখ, সালমান ও আমির নেই। তাতে কি? ২০১২ সালের প্রথম ছয় মাস বিশ্লেষকদের ভাষায়, সুপারহিট! অবশ্য সবাই এখন হিট-সুপারহিট ভুলে ছুটছেন, কী করে ১০০ কোটির ওপরে ব্যবসা করা যায়! দুই বছর আগেও এ রকম ভাবনা ছিল, অলীক কল্পনা। আজ সেটা বাস্তব।


চকচক করলেই ভালো ছবি হয় না—দর্শক এত দিনে বিলক্ষণ বুঝতে পেরেছে। এ কারণেই হয়তো বছরের প্রথম ছবি প্লেয়ার্স মুক্তি পাওয়া মাত্রই দর্শক ছুড়ে ফেলেছে বাতিলের ঘরে। অভিষেক বচ্চন, বিপাশা বসু, সোনম কাপুর, ববি দেউল, নিল নিতিন মুকেশের অভিনয়, আব্বাস-মাস্তানের পরিচালনা, প্রীতমের সংগীত—কোনোটিরই লোভ দেখিয়ে কাজ হয়নি। হলিউডের ইটালিয়ান জব ছবির সস্তা ভারতীয় সংস্করণ দর্শক পছন্দ করেনি এতটুকু। বরং দর্শক সাদরে গ্রহণ করেছেন ২১ বছর আগে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন অভিনীত অগ্নিপথ ছবির রিমেক। নতুন পরিচালক করণ মালহোত্রা পরিচালিত এ চলচ্চিত্রটি এই বছরে এখন পর্যন্ত সর্বাধিক ব্যবসাসফল। শুধু ব্লকবাস্টারের তকমাই নয়, ১৯৩ কোটি রুপি আয় করা অগ্নিপথ এখন ছুটছে ২০০ কোটির দিকে। এই চলচ্চিত্রের কল্যাণে সঞ্জয় দত্ত আগামী বছর সেরা খল অভিনেতার সব কটি পুরস্কার পাবেন, ধারণা করছেন অনেকেই। আর এর নায়ক হূতিক রোশন নিঃসন্দেহে অর্ধ বছরের দ্বিতীয় সফল তারকা। হূতিককে ছাপিয়ে প্রথম ছয় মাসের শীর্ষ জনপ্রিয় তারকার আসনটি কবজা করেছেন যিনি, তিনি আর কেউ নন, অক্ষয় খিলাড়ি কুমার। মাঝে খানিকটা মন্দা সময়, তবে এ বছর আবারও ঘুরে দাঁড়িয়েছেন তিনি। মুক্তি পাওয়া দুটি চলচ্চিত্র হাউসফুল ২, রাউডি রাঠোর—দুটিই ব্লকবাস্টার হিট। হাউসফুল ২-এর এখন পর্যন্ত আয় ১৮০ কোটি। আর রাউডি রাঠোর শেষ খবর পাওয়া পর্যন্ত ১২৫ কোটি রুপি ঘরে তুলেছে। রাউডি রাঠোর কল্যাণে অভিনেত্রী সোনাক্ষী সিনহা তাঁর ফিল্মোগ্রাফিতে যুক্ত করেছেন আরও একটি সেঞ্চুরি। তবে সোনাক্ষীকে ছাপিয়ে সেঞ্চুরি ক্লাবে যে দুই নায়িকার নাম জ্বলজ্বল করে জ্বলছে, তাঁরা কারিনা কাপুর ও অসিন। অসিনের হাউসফুল ২ চলচ্চিত্রটি ১০০ কোটির ওপর ব্যবসা করায় তাঁর ঝুলিতে যুক্ত হলো তিনটি সেঞ্চুরি। কারিনার সংখ্যাটা চারে এসে ঠেকেছে। এ বছর প্রথম ছয় মাসে কারিনার মুক্তি পাওয়া ছবি এক ম্যায় ঔর এক তু হিট করেছে বটে, তবে সেঞ্চুরি হাঁকেনি। নায়িকাদের মধ্যে গতবারের মতো এবারও ছক্কা পিটিয়েছেন বিদ্যা বালান। আট কোটি রুপি ব্যয়ে নির্মিত সুজয় ঘোষের কাহানি আয় করেছে ১০৫ কোটি রুপি! এমন রেকর্ড অতীতে বলিউডের কোনো নায়িকাই দেখাতে পারেননি। বিদ্যা বালানের অভিনয় জীবনের সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় এখন কাহানির নাম ঝুলছে। প্রথম ছয় মাসের শ্রেষ্ঠ অভিনেত্রী আবারও বিদ্যাই। হাউসফুল ২-তে অক্ষয়ের সহশিল্পী জন এব্রাহামের জন্যও এ বছরটা শুভ। জন প্রযোজিত প্রথম ছবি ভিকি ডোনার সাত কোটি রুপি ব্যয়ে নির্মিত। ঘরে তুলেছে ৪০ কোটি রুপি! এই চলচ্চিত্রে অভিনয় করে আয়ুশমান এখন রীতিমতো তারকা। ঠিক তেমনি প্রথম ছয় মাসের সেরা নতুন মুখ অর্জুন কাপুর। প্রযোজক বনি কাপুরের সুপুত্র অর্জুন তাঁর প্রথম ছবি ইশাকজাদেতে পরিণীতা চোপড়ার সঙ্গে জুটি বেঁধেছেন। ইশাকজাদে সুপারহিট, সেই সঙ্গে অর্জুন-পরিণীতা জুটি হয়েছে সমাদৃত। অর্জুন আগামী বছর নতুন মুখের সব কটি পুরস্কার পাওয়ার অন্যতম দাবিদার। সেই সঙ্গে ছবির নায়িকা পরিণীতা এগিয়ে গেলেন আরও কয়েক ধাপ। পরিণীতার বোন প্রিয়াঙ্কা চোপড়া ব্লকবাস্টার অগ্নিপথ-এর নায়িকা বটে, তবে ছবিতে তাঁর ভূমিকা গৌণই বলা যায়। অর্ধবছরের শেষ সপ্তাহে প্রিয়াঙ্কা-শহীদের বহুল আলোচিত তেরি মেরি কাহানি প্রশংসিত হয়েছে ঠিক, তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এমরান হাশমিও তাঁর টানা হিটের যাত্রা শেষ করেছেন সাংহাই চলচ্চিত্রে। দিবাকর ব্যানার্জির এই ছবি প্রশংসিত হয়েছে, তবে বক্স অফিসের ভাষায়—ফ্লপ! তবে এমরানের অন্য ছবি জান্নাত ২ হিট। ছবির নতুন নায়িকা এশা গুপ্ত ব্যস্ত নায়িকাদের কাতারে শামিল হয়েছেন। ইমরান খান এক ম্যয় ঔর এক তুতে সফলতা পেয়েছেন, সেই সঙ্গে বিয়ের পর রিতেশ-জেনেলিয়া জুটি তেরে নাল লাভ হো গ্যায়াতে হয়েছেন হিট অ্যান্ড হট। শারমান জোশি অভিনীত ফেরারি কি সওয়ারি, পাওলি দামের হেইট স্টোরি এবং ইরফান খান-মাহি গিল অভিনীত পান সিং তোমার হিট লিস্টে শামিল হয়েছে অপ্রত্যাশিতভাবে। উল্টোদিকে কারিশমা কাপুরের প্রত্যাবর্তন ছবি ডেঞ্জারাস ইশক, অজয়-অনিল-কঙ্গনার তেজ, কারিনা-সাইফ জুটির বহুল আলোচিত এজেন্ট বিনোদ, বিপাশা-মাধবন জুটির জোড়ি ব্রেকার্স, প্রতীক বাব্বরের আলোচিত ছবি এক দিওয়ানা থা বক্স অফিসের নিন্দা কুড়িয়েছে বেশি, প্রশংসা কম। অবশ্য ফ্লপের এই তালিকা দেখে বলিউড বিশেষজ্ঞরা মোটেও ভীত নন। সামনেই আসছে সালমানের এক থা টাইগার, দাবাং ২, যশ চোপড়া-শাহরুখ খানের ছবি, আমির খানের তালাশ, শ্রীদেবীর ইংলিশ ভিংলিশ, কারিনার হিরোইন, রোহিত শেঠির বোল বচ্চন, দীপিকা-সাইফের ককটেল, একতা কাপুরের কেয়া সুপার কুল হ্যায় হাম, সানি লিওনের জিসম ২, ফারাহ খান-বোমান ইরানির শিরি ফরহাদ কি তো নিকাল পাড়ি, অক্ষয়-সোনাক্ষীর জোকার, বিপাশা-এমরান হাশমির রাজ ৩, রণবীর-প্রিয়াঙ্কার বারফি, প্রীতি জিনতার ইশক ইন প্যারিস, অক্ষয়ের ওহ মাই গড, করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার, রানীর আইয়া, অজয়ের সন অব সর্দার, অক্ষয়-হিমেশ-অসিনের খিলাড়ি ৭৮৬, আদিত্য-শ্রদ্ধার আশিকি ২! খেলা বেশ জমে উঠেছে...!
 আর আর খান
বক্স অফিস ইন্ডিয়া, কোইমোই, বলিউড হাঙ্গামা ডট কম অবলম্বনে

No comments

Powered by Blogger.