তোমার চাওয়া by ইকবাল খন্দকার

‘ধূমকেতু’ আজ ছুটুক আবার
বাজুক ‘বিষের বাঁশি’,
‘অগ্নিবীণা’র তারে ঝরুক
ফুলকি রাশি রাশি।

‘সর্বহারা’ সব ফিরে পাক;
‘বাঁধনহারা’ যারা—
‘শিউলিমালা’র বন্ধনে ফের
পড়ুক বাঁধা তারা।
‘ভাঙার গান’-এ যাক ভেঙে যাক
একপেশে ‘জিঞ্জির’,
বীরের মতো উন্নত হোক
‘সাম্যবাদী’র শির।
‘প্রলয় শিখা’ ঘটাক প্রলয়
মিথ্যে মুছে যাক,
মনের সুখে বেড়াক ভেসে
লাখো ‘চক্রবাক’।
‘দোলনচাঁপা’ গন্ধ বিলাক
ফুটুক ‘ঝিঙেফুল’,
জানি তুমি চাইছ আজও
হে কবি নজরুল।

No comments

Powered by Blogger.