সন্ধ্যাটা ছুটে আসে বাদুড় ডানায় by সারওয়ার-উল-ইসলাম

যেখানে সকাল হয় পাখিদের ডাকে
জেলেদের জালে মাছ ওঠে ঝাঁকে ঝাঁকে।
সাইকেল টিং টিং ডাকপিয়নের
নেই শুধু ওইখানে বাতি নিয়নের।

আম পড়ে গাছ থেকে বৈশাখী ঝড়ে
আহারে আমার মন কেমন যে করে!
বৃষ্টি টিনের চালে পড়ে টুপটাপ
জানালার গ্রিল ধরে আমি চুপচাপ।

থানার ঘণ্টা রোজ সময় জানায়
সন্ধ্যাটা ছুটে আসে বাদুড় ডানায়।
কিচকিচ করে পাখি ফিরে আসে নীড়ে
রাতপ্রহরীর ডাক মাঝরাত্তিরে।

বাঁশের বাঁশির সুরে ছুঁয়ে যায় মন
বারো মাসে লেগে থাকে তেরো পার্বণ।
বাউলের একতারা ছন্দ শেখায়
পুঁথিপাঠ পালাগান স্বপ্ন দেখায়।

নারকেল সুপারির গাছ সারি সারি
ওখানে আমার আছে মামাদের বাড়ি।
পূর্ণিমারাতে চাঁদ ঢেলে দেয় আলো
ঝিঁঝিরা শোনায় গান কী যে লাগে ভালো!
বর্ষায় নৌকার লাল-নীল পাল
সেখানেই চলে যাব আজ নয় কাল।

No comments

Powered by Blogger.