স্পার্টাকাস by শেখ আতাউর রহমান

গ্যারিবল্ডির নাম শুনেছ অথবা স্পার্টাকাস?
সবাই এঁরা মহান যোদ্ধা
স্বাধীনতার মহান বোদ্ধা
মনে রেখো বারো মাস।

উনিশ শতকে সুদূর য়ুরোপে
গ্যারিবল্ডি শুনিয়েছিলেন গণমুক্তির গান
সেই গান আজও হাজারো কণ্ঠে জীবন্ত অম্লান।
গ্ল্যাডিয়েটর স্পার্টাকাসের শুনেছ কি হুংকার?
ছিন্ন হলো যে হাত-পায়ে বেড়ি শেকলের ঝংকার,
—হাজার বছরের স্বৈরাচারীকে করেছিল সংহার।
অবশেষে স্বাধীন সিসিলি দ্বীপ
নিপীড়িত মানুষ উত্থিত হলো, সাজল অন্তরীপ।
তারপর এলেন এই পৃথিবীতে মহান যোদ্ধা লেনিন
পীড়িত মানুষের ভেঙে শৃঙ্খল
জেগে উঠেছিল শত শতদল
রাশিয়া হলো যে স্বাধীন
মনে রেখো চিরদিন।
ছোট বন্ধুরা শোনো
ভুল কোরো নাকো কোনো
আমার দেশের স্পার্টাকাস—গ্যারিবল্ডি কে জানো?
তিনি নজরুল—মহান যোদ্ধা—আমার কথাটি মানো।
উপনিবেশের শৃঙ্খল
গুঁড়িয়ে দিলেন অর্গল
ভয় পেল ইংরেজ
—তারপর কারাগার! তবুও এ কবি অকুতোভয়
কী ভীষণ মহা তেজ!
এগারোই জ্যৈষ্ঠ মহান দিবস
আলোকিত হলো এশিয়া
বন্ধুরা, এবার ভালোবাসো তাঁকে সুকোমল প্রাণ দিয়া।
এবং শোনো প্রিয় বন্ধুরা—কোরো নাকো আর ভুল
তিনি তো শুধুই নন যে কবি—তিনি এশিয়ার স্পার্টাকাস
মিথ্যে হলো যে কারাবাস
মুক্ত আকাশে গান গায় বুলবুল।
তিনি আমাদের অতি প্রিয়মুখ—চিনেছ বাবরি চুল?
হ্যাঁ, তিনি বিদ্রোহী মানুষের কবি আমাদের কাজী নজরুল।।

No comments

Powered by Blogger.