ছাত্রলীগ নেতার প্রকাশ্যে ছিনতাই!

বিশ্ববিদ্যালয় রিপোর্টার: প্রকাশ্যে মোবাইল-মানিব্যাগ ছিনতাই করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা। ছিনতাইকারী রিফাত হোসেন জিকু মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সভাপতি। ছিনতাইকালে আবদুস সামাদ, নাসিম ও দিদারুল ইসলাম নামে ৩ চাকরি-জীবীকে বেধড়ক মারধরও করে তার দলবল। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান গেইটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব পরিচিত হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার ওই তিন চাকরিজীবী সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে আসে। এ সময় তারা উদ্যান গেইটে নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছিল। কিন্তু বিষয়টি জিকু ও ছিনতাইকারীদের নজর কারে। প্রথমে তারা ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা ও মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। কিন্তু ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করলে তাদেরকে ‘শিবির’ বলে বকাঝকা দেয় জিকু। তার বিরুদ্ধে শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় তাকে কেন্দ্রীয় কমিটিতে পদ দেয়া হয়নি। এ সময় জিকুর সঙ্গে যোগ দেয় তার হলের পেটোয়া বাহিনী হিসেবে পরিচিত জিয়া, প্রিন্স, মঞ্জুর, নুরুল হুদা, রহিম ও হাবিব। ছিনতাইয়ের শিকার প্রত্যেকের কাছ থেকেই মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। পরে দায়িত্বরত পুলিশ তাদের উদ্ধার করে। খোঁজ নিয়ে জানা যায়, ছিনতাইয়ের শিকার সামাদ রাজধানীর এক মেডিকেল কলেজের কর্মচারী, নাসিম বেসরকারি কোম্পানিতে চাকরিরত ও দিদার পুরান ঢাকার স্থানীয় ব্যবসায়ী। মারধরের শিকার হওয়া ব্যক্তিরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে এলে ওই নেতা আমাদের মারধর করে। তারা নিজেদেরকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলেও জানায়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

No comments

Powered by Blogger.