অধিকার-এর মাসিক তথ্য- ৫ গুম, ক্রসফায়ারে ১১ খুন

স্টাফ রিপোর্টার: এপ্রিল মাসে ৫ জন গুম হয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১১ জন। রাজনৈতিক সহিংসতায় ২৪ জন ও গণপিটুনিতে মৃত্যু হয়েছে ৮ জনের। গত ১লা মে মানবাধিকার সংগঠন অধিকার মাসিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। ‘অধিকার’ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই নিখোঁজ ব্যক্তিদের ধরে নিয়ে গেছে এবং এরপর থেকে তারা গুম হয়েছেন। ১৮ই এপ্রিল সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসারকে রাজধানীর বনানীর রাস্তা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উঠিয়ে নিয়ে গেছে। এখনও তাদের সন্ধান মেলেনি। এর আগে ৩রা এপ্রিল জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও ছাত্রদল নেতা জুনেদ আহমদকে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকার উত্তরা থেকে উঠিয়ে নিয়ে গেছে। ৪ঠা এপ্রিল গার্মেন্টস শ্রমিক নেতা এবং বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি’র সংগঠক আমিনুল ইসলাম (৪১)-কে আশুলিয়া থেকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ধরে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করে হত্যা করেছে। পরে ৫ই এপ্রিল  পুলিশ টাঙ্গাইল জেলার ঘাটাইল থেকে তার লাশ উদ্ধার করেছে। এসময় নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। ২০০৬ ও ২০১০ সালেও আমিনুলকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকবার আটক করে তার ওপর নির্যাতন চালিয়েছিল। ‘অধিকার’ গুম হয়ে যাওয়ার বিষয়গুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। ‘অধিকার’-এর তথ্য অনুযায়ী গত মাসে রাজনৈতিক সহিংসতায় ২৪ জন নিহত এবং ২৫২৮ জন আহত হয়েছেন। এপ্রিল মাসে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে ২৫টি এবং বিএনপি’র ১১টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া, আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে ৪ জন নিহত ও ৩৩২ জন আহত হয়েছেন। অন্যদিকে বিএনপি’র অভ্যন্তরীণ সংঘাতে ১৩৪ জন আহত হয়েছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছেই: অধিকার জানায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকার বারবার আশ্বাস দিলেও এই ধারা অব্যাহত রয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আইনি প্রক্রিয়া ছাড়াই সন্দেহভাজন অপরাধীসহ অন্যদের হত্যা করছে। এর ধারাবাহিকতায় গত মাসে ১১ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ২রা এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গাজীরকান্দি গ্রামের মৃত আবু সৈয়দ ও রজেবা খাতুনের ছেলে মোহাম্মদ আবদুল মোমিন মোল্লা (২৪)কে ঢাকার কেরানীগঞ্জের পূর্ব চরাইল এলাকায় বাসার সামনে থেকে সাদা পোশাকে র‌্যাব-৪ এর সদস্যরা আটক করে। মিরপুর সেকশন-১৩ কৃষি ব্যাংকের পেছনে, রোড নম্বর ১২ টিনশেড কলোনির ৩৮৩ নম্বর বাসার সামনে রাত ১২টার পরে র‌্যাব-৪ এর সদস্যরা মোমিনকে গুলি করে হত্যা করে বলে তার পরিবারের অভিযোগ। এক ব্যক্তি বাংলাদেশ বর্ডার গার্ড-এর নির্যাতনের কারণে মারা গেছেন। গণপিটুনিতে মৃত্যু: এপ্রিল মাসে ৮ ব্যক্তি গণপিটুনিতে মারা গেছেন।  ফৌজদারি বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমে যাওয়ায় মানুষের নিজের হাতে আইন তুলে নেয়ার প্রবণতা দেখা দিয়েছে। খুলনায় থানা হাজতে ছাত্রনেতাকে ঝুলিয়ে নির্যাতন: গত ২২শে এপ্রিল হরতালের দিন খুলনা সরকারি সিটি কলেজের ছাত্রদল নেতা এসএম মাহমুদুল হক টিটোকে খুলনা সদর থানার দ্বিতীয় তলার একটি ঘরের ছাদের সঙ্গে লাগানো হুকে ঝুলিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান নির্যাতন করেছে। অধিকার আইন-শৃঙ্খলা বাহিনীর এহেন নির্যাতন বন্ধে সরকারের কাছে দাবি জানিয়েছে। বিএসএফ-এর তাণ্ডব: অধিকার-এর তথ্য অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তাণ্ডব অব্যাহত আছে। গত মাসেও ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের ওপর আক্রমণ করেছে। ‘অধিকার’-এর তথ্য অনুযায়ী এপ্রিল মাসে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশীদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনা ঘটেছে। এ সময়ে বিএসএফ ৪ বাংলাদেশীকে হত্যা ও ১৭ বাংলাদেশীকে আহত করেছে।ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা: গত ২৭শে মার্চ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আবুল মনসুর আহমেদের লেখা ‘হুজুর কেবলা’ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটিতে হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের জের ধরে ৩১শে মার্চ ফতেপুর গ্রামে সংখ্যালঘু হিন্দু সমপ্রদায়ের পাঁচটি বাড়িসহ ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে হিন্দু সমপ্রদায়ের আরও ১৫-১৬টি বাড়িতে লুটপাট করা হয়। পরদিন ১লা এপ্রিল ফতেহপুর থেকে ১০ কিলোমিটার দূরে চাকদাহ গ্রামে হিন্দু সমপ্রদায়ের সাতটি পরিবারের বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। এ ঘটনায় ‘অধিকার’ উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা: ‘অধিকার’-এর তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসে ১৬ জন সাংবাদিক আহত, ১ জন হুমকির সম্মুখীন এবং ১ জন আক্রমণের শিকার হয়েছেন। তৈরী পোশাক শিল্পে কর্মরত শ্রমিকের প্রতি সহিংসতা: এ সময়কালে গাজীপুর, নারায়ণগঞ্জে  পোশাক শিল্পে কর্মরত শ্রমিকরা বকেয়া বেতন, বেতন-ভাতা বৃদ্ধি ও কারখানা খোলা রাখার দাবিতে আন্দোলন করলে প্রায় ৮০ জন শ্রমিক পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন। নারীর প্রতি সহিংসতা: চলতি মাসেও নারীর প্রতি সহিংসতা অব্যাহত আছে এবং নারীর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। উল্লেখযোগ্য সংখ্যক নারী এপ্রিল মাসে ধর্ষণ, যৌতুক, এসিড সন্ত্রাস এবং যৌন হয়রানির শিকার হয়েছেন। গত ২২শে এপ্রিল সংসদ ভবনের পাশে অবস্থিত এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লকের তেতলার একটি বাথরুম থেকে পুলিশ এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। ‘অধিকার’-এর তথ্য অনুযায়ী গত মাসে ২৯ জন নারী যৌতুক, সহিংসতা, ৪৭ জন নারী যৌন হয়রানি, ৫০ জন নারী ও মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ১০ জন।

No comments

Powered by Blogger.