সিটি তারকাদের ফ্যাশন শো

স্পোর্টস ডেস্ক: কেবল নগর-প্রতিদ্বন্দ্বীকেই হারানো নয়, সঙ্গে ঐতিহাসিক শিরোপার হাতছানি- ম্যানচেস্টার সিটি পরিবারের উচ্ছ্বাসটা একটু বেশি হওয়াই স্বাভাবিক। আর তাই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর আনন্দটা উদযাপনে ম্যানসিটির খেলোয়াড়রা পরদিনই হাজির হন এক ফ্যাশন শোতে। না, নিছক আনন্দে নয় এর পেছনে এক দাতব্য উদ্দেশ্যও ছিল। মঙ্গলবার রাতে ম্যানসিটির সব খেলোয়াড় স্ত্রী বা বান্ধবীকে নিয়ে নেমে পড়েন ক্যাটওয়াকে। ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে এ ফ্যাশন শোর আয়োজক চেলসির সাবেক গোলরক্ষক শেই গিভেন ও তার স্ত্রী জেইন। এতে মডেল বেশে অংশ নেন সোমবারের ম্যাচজয়ী গোলদাতা ও দলের অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি, কোলো তোরে, গারেথ ব্যারিসহ আরও অনেকে। তবে গোলরক্ষক জো হার্ট পায়ে আঘাতের কারণে ক্যাটওয়াকে অংশ নিতে পারেননি। এদের মধ্যে বেশি নজর কাড়েন ইংলিশ দলের উইঙ্গার অ্যাডাম জনসন পুরুষদের স্কার্ট গায়ে চড়িয়ে। এ অনুষ্ঠান থেকে উত্তোলিত হাজার হাজার পাউন্ড দুটি ক্যান্সার হাসপাতাল ও একটি স্কুল প্রকল্পে দান করা হয়। এ পর্যন্ত গিভেন দম্পতি ১০ লাখ পাউন্ডের বেশি অর্থ বিভিন্ন দাতব্যমূলক কাজে দান করেছেন।

No comments

Powered by Blogger.