সিটি করপোরেশনের রাস্তায় জ্বলবে সৌরবাতি

স্টাফ রিপোর্টার: দেশের সিটি করপোরেশনের রাস্তাগুলোয় জ্বলবে সৌর বিদ্যুৎ চালিত বাতি। এজন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) একটি প্রকল্প অনুমোদন করেছে। শেরেবাংলানগরের এনইসি ভবনে অনুষ্ঠিত একনেক সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। ‘সোলার স্ট্রিট লাইটিং প্রোগ্রাম ইন সিটি করপোরেশন’ নামের প্রকল্পের অধীনে বিদ্যুৎ বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর সিটি করপোরেশনের রাস্তায় সৌর বিদ্যুৎ চালিত বাতি স্থাপন করবে। করপোরেশনগুলোয় এক হাজার কি.মি. রাস্তা এ কার্যক্রমের আওতায় আসবে। জানুয়ারি ২০১২-ডিসেম্বর ২০১৫ মেয়াদে ৩১৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে। ব্যয়ের ২৩৭ কোটি টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর কাছ থেকে পাওয়া যাবে। প্রকল্পটি সুপারিশ করে পরিকল্পনা কমিশন বলেছে, দেশের সর্বত্র নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ছাড়া, প্রকল্পটি নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০০৮-এর সঙ্গেও সংগতিপূর্ণ। এ নীতিমালায় নবায়নযোগ্য উৎস হতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০১৫ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ৫% এবং ২০২০ সালের মধ্যে ১০% নির্ধারণ করা হয়েছে। এছাড়া একনেক সভায় ‘টঙ্গী শহরে পানি সরবরাহ, স্যানিটেশন এবং ড্রেনেজ প্রকল্প’ নামে অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। টঙ্গী ইজতেমা মাঠসহ টঙ্গী পৌরসভার পানি সরবরাহ, ড্রেনেজ এবং স্যানিটেশন ব্যবস্থার সমপ্রসারণ ও পুনর্বাসনের লক্ষ্যে প্রকল্পটি প্রণীত হয়েছে। প্রকল্পের আওতায় ৬২ কি.মি. পাইপ লাইন, ৩ তলা বিশিষ্ট ২২টি টয়লেট ভবন, স্বল্প ব্যয়ের ৫০০টি স্যানিটারি ল্যাট্রিন, পর্যাপ্ত অজুখানা, টিউবওয়েল, পাম্প হাউজ ও বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ করা হবে। ২০১৪ সালের মাঝামাঝি নাগাদ প্রকল্পটি শেষ হবে। এর ব্যয় ধরা হয়েছে ৯৪ কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনসহ একনেকের অন্য সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পসমূহের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, এ সভায় সর্বমোট ৮৭৫ কোটি টাকা ব্যয় সংবলিত ৬টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৩৮৬ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং ৪৮৯ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।

No comments

Powered by Blogger.