জেলেরা ধরতে পারবেন ইলিশ

চাঁদপুর প্রতিনিধি: ১লা মে থেকে মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। ফলে, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকায় জেলেরা জাটকা ছাড়া ইলিশ ধরতে পারবে। সরকারের দেয়া ইলিশের অভয়াশ্রম কর্মসূচির মেয়াদ ৩০শে এপ্রিল শেষ হয়। তবে ৩১শে মে পর্যন্ত জাটকা রক্ষা কর্মসূচি বলবৎ থাকবে। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় ২০০৬ সাল থেকে চাঁদপুরের মেঘনাসহ দেশের ৪টি অঞ্চলে মার্চ-এপ্রিল দু’মাস ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়। গত বছর পদ্মাকে পঞ্চম অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। চলতি বছর থেকে তা কার্যকর হবে। এরই অংশ হিসেবে মার্চ-এপ্রিল চাঁদপুরের মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। এ সময়ের মধ্যে কেউ অভয়াশ্রম অঞ্চলে জাল ফেললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং জাল পুড়িয়ে ফেলা হবে। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার ও লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১শ’ কিলোমিটার এবং শরীয়তপুরের তারাবুনিয়া থেকে সুরেশ্বর পর্যন্ত ২০ কিলোমিটার পদ্মা নদীর অভয়াশ্রমের অন্তর্ভুক্ত।  জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত জানান, চাঁদপুরের মেঘনার অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে মার্চ-এপ্রিল দু’মাস জাটকা নিধনকালে শতাধিক জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। গত বছর ১৬৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছেল।

No comments

Powered by Blogger.