বাংলাদেশে ভিসা অফিস বন্ধ করে দিয়েছে কানাডা

উত্তর আমেরিকার দেশ কানাডা বাংলাদেশে তাদের ৩টি ভিসা অফিসের সব ক’টিই বন্ধ করে দিয়েছে। গত ৩০শে এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে বাংলাদেশী ভিসা প্রার্থীদের ভিসা ইস্যু করা হবে সিঙ্গাপুরের কানাডিয়ান হাইকমিশন থেকে। এজন্য আবেদন করতে হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটস্থ বেসরকারি সংস্থা ‘ভিএফএস’-এর মাধ্যমে। কানাডার ভিসা অফিস বন্ধ সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করা হলে হাইকমিশনের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল এ তথ্য নিশ্চিত করেন। অভিবাসন সংক্রান্ত কানাডার সরকারি দপ্তর ‘সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন কানাডা’ (সিআইসি) এ সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মূলত খরচ কমানোর জন্য কানাডা সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’ শুধু বাংলাদেশ নয়, জার্মানির বার্লিন, মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জাপানের টোকিও থেকেও ভিসা অফিস তুলে দেয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। তিনি বলেন, ‘ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেটের ভিসা অফিসও গুটিয়ে নেয়া হয়েছে।’ তবে যারা ৩০শে এপ্রিলের আগে আবেদন করেছেন, তাদের ভিসা বাংলাদেশ থেকেই দেয়া হবে বলে তিনি জানান। এখন থেকে বাংলাদেশী পাসপোর্টধারীদের ভিসা দেয়া হবে সিঙ্গাপুরের কানাডিয়ান হাইকমিশন থেকে। হাইকমিশনের ওই কর্মকর্তা জানান, বাংলাদেশী আবেদনকারীদের ‘ভিএফএস’ নামের ভিসা প্রসেসিং এজেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের ভিসা আবেদন ভিএফএস সিঙ্গাপুরের কানাডাডিয়ান হাইকমিশনে পাঠানোর পর সেখানকার ভিসা অফিসাররা ভিসার সিদ্ধান্ত নেবেন। নতুন এ প্রক্রিয়ায় ভিসা আবেদনকারীদের ভিসা পেতে কোন ‘প্রতিবন্ধকতা’ হবে না বলেও হাইকমিশনের দায়িত্বশীল ওই কর্মকর্তা দাবি করেন। সূত্র: বাংলানিউজ

No comments

Powered by Blogger.