বর্ধিত দামে নিরবচ্ছিন্ন বিদ্যুতের বিষয়ে আদেশ ১৩ই মে

স্টাফ রিপোর্টার: শিল্প ও আবাসিকে বিশেষ শ্রেণীর গ্রাহকদের বর্ধিত দামে নিরবছিন্ন বিদ্যুৎ দেয়ার বিষয়ে আদেশ দেয়া হবে আগামী ১৩ই মে। গতকাল এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গণশুনানি শেষে এই কথা জানানো হয়। সকাল ১১টায় কমিশন কার্যালয়ে শুনানি শুরু হয়ে তা চলে বিকাল সোয়া তিনটা পর্যন্ত। শুনানি গ্রহণ করেন বিইআরসির  চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, সদস্য ড. সেলিম মাহমুদ ও প্রকৌশলী ইমদাদুল হক। বিইআরসির কাছে পিডিবির দেয়া প্রস্তাবে আবাসিকে প্রতি ইউনিট ১৩ দশমিক ১৫ টাকা, শিল্পে ১৬ দশমিক ৭৩ টাকা (১৩২ কেভি লাইন), ১৭ দশমিক ৫২ টাকা (২২ কেভি লাইন) ও ১৮ দশমিক ২৩ টাকা (১১ কেভি লাইন) মূল্য নির্ধারণ করার কথা বলা হয়েছে। বিইআরসি জানায়, বিশেষ শ্রেণীর গ্রাহক হতে কাউকে বাধ্য করা যাবে না। বিদ্যুৎ লাইন, সাব-স্টেশন স্থাপনসহ অবকাঠামো উন্নয়নের খরচ গ্রাহককে বহন করতে হবে। শুনানিতে শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.