পাওলির পোস্টারে নীলের মোড়ক

কিছুটা হলেও বদল হচ্ছে ‘হেট স্টোরি’র বিতর্কিত পোস্টার। প্রাপ্তবয়স্ক পোস্টার নিয়ে সরকারে আপত্তিতে সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়ে বলা হয়, পোস্টারগুলিতে রঙ করে তবেই প্রচারের কাজে ব্যবহার করা যাবে। সেই নির্দেশ মতো পাওলির বিতর্কিত খোলা পিঠের পোস্টারে এ বার নীল রং-এর আস্তরণ পড়ল।

রঙ করেই তবে ‘হেট স্টোরি’র পোস্টারগুলো প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে। ২০ এপ্রিল মুক্তি পাচ্ছে বিক্রম ভট্ট প্রযোজিত, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘হেট স্টোরি’। ছবিটি ইতিমধ্যে কেন্দ্রীয় সেন্সর বোর্ডে ‘প্রাপ্তবয়স্কদের জন্য’ বলে চিহ্নিত। ছবির প্রদর্শকদের তরফে ওই ছবির প্রচারের জন্য পোস্টার ও স্টিল ছবি নিয়মমাফিক রাজ্যের সেন্সর আধিকারিকের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। সেন্সর আধিকারিক পাওলির ‘সাহসী’ পোস্টারগুলি নিয়ে আপত্তি জানান। এবিষয় বিচারপতির বক্তব্য ছিল, প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত পোস্টার অপ্রাপ্তবয়স্করাও দেখতে পাবে, এমনটা হওয়া উচিত নয়। পশ্চিমবঙ্গে ‘হেট স্টোরি’র পরিবেশক কুশাগ্রা আর্টস এবং প্রেক্ষাগৃহের মালিকেরা পাওলির উন্মুক্ত পিঠে নীল রং করে প্রচার শুরু করে দিয়েছে। এবিষয় ছবির পরিচালক মনে করেন, হাইকোর্টের এই রায় এবং রাজ্য সরকারের সিদ্ধান্ত বাস্তবে তার ছবির প্রচারেই সাহায্য করেছে। সূত্র: ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.