রণবীর বিদ্যার দখলে জি-সিনে অ্যাওয়ার্ড

বিনোদন ডেস্ক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২১শে জানুয়ারি রাতে ম্যাকাউতে অনুষ্ঠিত হলো জি সিনে অ্যাওয়ার্ড ২০১২। সিনিয়র-জুনিয়র বলিউড তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছিল অনুষ্ঠানটি। শাহরুখ ও প্রিয়াঙ্কা জুটির উপস্থাপনায় পুরো অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি বেশ জমে উঠেছিলো। এর বাইরে সময়ের আলোচিত তারকাদের পারফরমেন্সও ভিন্নমাত্রা যোগ করে অনুষ্ঠানে। তবে এবার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বড় চমক দেখিয়েছেন রণবীর কাপুর ও বিদ্যা বালান। ‘রকস্টার’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে পপুলার ক্যাটিগরিতে সেরা অভিনেতার সবচেয়ে  মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেন রণবীর। আর ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে অভিনয় করে বছরজুড়ে আলোচনায় থাকা বিদ্যা বালান বগলদাবা করেন পপুলার এবং জুরি এই দুই ক্যাটিগরির সেরা অভিনেত্রীর পুরস্কার। পুরস্কার জেতা এ দু’জনই অনুষ্ঠানে নিজেদের গানে পারফর্মও করেন। জুরিদের বিচারে ‘ডন-২’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেন শাহরুখ খান। ‘রকস্টার’ ছবি পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার পান ইমতিয়াজ আলী। জুরিদের বিচারে সেরা ছবির পুরস্কার জিতে ‘দ্য ডার্টি পিকচার’। সেরা অ্যাকশন ছবির পুরস্কার দেয়া হয় রাওয়ান’কে। ‘দাম মারো দাম’ ছবিতে অভিনয় করে সেরা নতুন অভিনেতার পুরস্কার পান রানা দাগুবতি। ‘লেডিস ভারসেস রিক বেল’ ছবিতে সেরা নতুন অভিনেত্রীর পুরস্কার পান পরিণীতা চোপড়া। ‘বডিগার্ড’ ছবি পরিচালনার জন্য সেরা নতুন পরিচালকের পুরস্কার পান সিদ্দিক। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় স্বনামধন্য অভিনেতা জিতেন্দ্রকে। বছরের সেরা গান ‘রাওয়ান’ ছবিতে একনের গাওয়া ‘ছাম্মাক ছাল্লো’ এবং সেরা গানের পুরস্কার দেয়া হয় দ্য ডার্টি পিকচারে কামাল খানের গাওয়া ইশক সুফিয়ানাকে। ‘রকস্টার’ ছবিতে সংগীত পরিচালনার জন্য এ আর রহমান পান সেরা সংগীত পরিচালক এবং একই ছবির ‘জোভি মে’ শীর্ষক গানটি গেয়ে মোহিত চৌহান পান সেরা গায়কের পুরস্কার। ‘শোর ইন দ্য সিটি’ ছবির ‘সাইবো’ গানটির জন্য সেরা গায়িকার পুরস্কার পান শ্রেয়া ঘোষাল। ইন্টারন্যাশনাল আইকন (পুরুষ) ফারহান আক্তার এবং ইন্টারন্যাশনাল আইকন (নারী) হন কাটরিনা কাইফ। এর বাইরে সেরা গীতিকার ইরশাদ কামিল (রকস্টার), সেরা কোরিওগ্রাফি (ওলালা-দ্য ডার্টি পিকচার), সেরা কাহিনীকার জয়া আক্তার ও রিমা কাগতি (জিন্দেগি না মিলেগি দুবারা), সেরা পার্শ্বঅভিনেতা ফারহান আক্তার (জিন্দেগি না মিলেগি দুবারা), সেরা পার্শ্ব অভিনেত্রী সোয়ারা ভাস্কর (তানু ওয়েডস মানু), সেরা খল অভিনেতা প্রকাশ রাজ (সিংহাম) এবং সেরা সাউন্ড ডিজাইন রিজুল পকুতিকে (রাওয়ান) প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.