জমে উঠেছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১২

স্টাফ রিপোর্টার: জমে উঠেছে পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১২। বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্রের সবচেয়ে বড় এ উৎসবের দ্বিতীয় দিন গতকাল ১৮ বছরের নিচের বয়সীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে উৎসবস্থল রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে। ইউনিসেফ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগানকে সঙ্গী করে  ২১শে জানুয়ারি বিকালে এ উৎসবটি শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি ও সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার, বীরউত্তম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের উদ্দেশে। এবারই প্রথমবারের মতো  দেশব্যাপী একযোগে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় নয়টি, চট্টগ্রামে ছয়টি এবং সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশালে একটি করে মোট ২০টি ভেন্যুতে এবারের উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে। এ উৎসবে মোট ৪০টি  দেশের ২০০টিরও বেশি শিশুতোষ কাহিনীচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এনিমেশন চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।  উৎসবে আরও থাকছে ছোটদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগ। এর মধ্যে উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত করা হয়েছে ৩২টি ছবি। এই ৩২টির মধ্যে ৫টি ছবি পুরস্কার হিসেবে পাবে ক্রেস্ট, সার্টিফিকেট ও পরবর্তী ছবি নির্মাণের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা। এই পুরস্কার প্রদানের জন্য শিশুদের নিয়ে গঠিত পাঁচ সদস্যের একটি জুরিবোর্ড গঠন করা হয়েছে। এ জুরিবোর্ডের বিচারে ছবিগুলোকে পুরস্কারের জন্য চূড়ান্ত করবে। এর বাইরে উৎসবে সারাদেশ থেকে ১২৫ জন শিশুকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে শিশু প্রতিনিধি হিসেবে। ছবি দেখা ছাড়াও উৎসবের ৭টি দিন তাদের অংশগ্রহণে থাকবে নানা আয়োজন। এর মধ্যে শিশু প্রতিনিধিদের জন্য ২৩শে জানুয়ারি থাকবে দিনব্যাপী চলচ্চিত্র বিষয়ক কর্মশালা। মোট  ৪টি অধিবেশনে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রাথমিক ধারণা প্রদান করবেন  দেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতারা। ২৫শে জানুয়ারি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র বিষয়ক দিনব্যাপী  সেমিনার। সেমিনারেও মোট ৪টি অধিবেশনে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করবেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও শিশু প্রতিনিধিরা। আগামী ২৭শে জানুয়ারি সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

No comments

Powered by Blogger.