হরমুজ প্রণালিতে পশ্চিমা যুদ্ধজাহাজ

ইরানকে হুশিয়ারি দিতে কৌশলগত হরমুজ প্রণালিতে ছয়টি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে পশ্চিমা শক্তি। বৃটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র পাঠিয়েছে এগুলো। জাহাজগুলো ১ লাখ টন ওজনের যুদ্ধবিমান বহনে সক্ষম। পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে ইরান বলেছিলো তারা গুরুত্বপূর্ণ তেলবাহী জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। আর ইরানের এই হুমকি মোকাবিলায় যুদ্ধজাহাজ পাঠালো পশ্চিমা দেশগুলো। উল্লেখ্য, ইরানের হুমকির পরই তেলের দাম বেড়ে যায় যুক্তরাষ্ট্রে। কেননা, বিশ্বের এক-তৃতীয়াংশের বেশী তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করে। গত মাসে ইরান বলেছিল হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া সহজ একটা ব্যাপার তেহরানের জন্য। তাদের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এলে তারা এটি বন্ধ করে দেবে। ইরানের এ হুমকি মোকাবিলা করতে ও তাদেরকে পাল্টা হুমকি দিতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুদ্ধ জাহাজ পাঠালো পশ্চিমা শক্তি।

No comments

Powered by Blogger.