রাওয়াগেদে গণহত্যা-৬৪ বছর পর ডাচদের দুঃখ প্রকাশ

ণহত্যা চালানোর ৬৪ বছর পর ইন্দোনেশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেদারল্যান্ডস সরকার। ১৯৪৭ সালের ৯ ডিসেম্বর ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের রাওয়াগেদে গ্রামে ডাচ বাহিনীর গুলিতে কমপক্ষে ৪৩০ জন নিরস্ত্র মানুষ নিহত হয়েছিল। গতকাল শুক্রবার নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ডাচ রাষ্ট্রদূত জেরার্ড দ্য জোয়ান দেশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। আদালতের রায় অনুযায়ী ইতিমধ্যে ডাচ সরকার ক্ষতিগ্রস্তদের


ক্ষতিপূরণ দিয়েছে।\ ইন্দোনেশিয়ায় স্বাধীনতা সংগ্রামের সময় ওই গণহত্যা চালায় ডাচ বাহিনী। স্বাধীনতার পক্ষের নেতা লুকাস কুসতারিয়োকে ধরতে ১৯৪৭ সালের ৯ ডিসেম্বর তারা রাওয়াগেদে গ্রামে অভিযান চালায়। ডাচ সেনারা তাঁকে না পেয়ে গ্রামের নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা করে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও স্থানীয় লোকজন মৃতের সংখ্যা ৪৩০ জন বলে দাবি করলেও ডাচ কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী সে সময় ১৫০ জনকে হত্যা করা হয়েছিল।
রাওয়াগেদে গণহত্যায় নিহত ব্যক্তিদের সমাধিক্ষেত্রে গতকাল আয়োজিত অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জেরার্ড বলেন, '১৯৪৭ সালে ৯ ডিসেম্বর রাওয়াগেদে গ্রামের মর্মান্তিক ঘটনার জন্য আমি ডাচ সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছি। ৬৪ বছর আগে ডাচ বাহিনীর হাতে নিহতদের আজ গভীর সমবেদনার সঙ্গে আমরা স্মরণ করছি।'
স্মরণানুষ্ঠানে নিহত ব্যক্তিদের অনেক স্বজন উপস্থিত ছিলেন। তাঁদের একজন ওয়ান্তি বিনতে সারিমান। ওই দিন অন্যান্যের সঙ্গে ডাচ বাহিনী তাঁর স্বামীকেও হত্যা করে। সারিমান বলেন, 'মৃত অবস্থায় তাঁকে দেখে খুব কষ্ট পেয়েছিলাম। সেদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পানির সঙ্গে তাঁদের রক্ত মিলে চারপাশ লাল স্রোত বয়ে যাচ্ছিল। এরপর আর কখনোই আমি সেই দৃশ্য ভুলতে পারিনি। এখনো আমি দুঃস্বপ্ন দেখি।'
লাসমি বিনতে কাসিলান বলেন, 'আমরা কখনো প্রতিশোধ নিতে চাইনি। গণহত্যার জন্য তারা (ডাচ সরকার) দুঃখ প্রকাশ করুক এবং ক্ষতিপূরণ দিক এটাই চেয়েছি আমরা। অবশেষে তা পেলাম।'
গত সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের হেগের একটি আদালত রাওয়াগেদে গণহত্যার জন্য ডাচ বাহিনীকে দায়ী করে রায় দেন। গণহত্যায় স্বামী হারানো আট নারী ও একজন প্রত্যক্ষদর্শী ওই মামলা করেছিলেন। ইতিমধ্যে তাঁদের তিনজন মারা গেছেন। আদালত রায় দেওয়ার আগেই ডাচ সরকার ক্ষতিগ্রস্তদের সাড়ে আট লাখ ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছিল। রায় অনুযায়ী এখন ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত আরো এক লাখ ৮০ হাজার ইউরো দিতে হবে তাদের।
বাদীপক্ষের আইনজীবীদের কাছে ইতিমধ্যে ক্ষতিপূরণের টাকা পেঁৗছে দিয়েছে ডাচ সরকার। সেই অর্থ বিতরণের প্রস্তুতি চলছে। রায় অনুযায়ী ৯ জন বাদীর প্রত্যেককে ২০ হাজার ইউরো করে দিতে হবে। প্রসঙ্গত, ১৯৪৯ সালের ২৭ ডিসেম্বর নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া। রাওয়াগেদে গ্রামটি বর্তমানে বালংসারি নামে পরিচিত। সূত্র : বিবিসি, এএফপি, ওয়াশিংটন পোস্ট।

No comments

Powered by Blogger.