ঢাকায় 'অপুর সংসার' ছবির সেই দু'জন by জনি হক

ন্ধুর মামাত বোনের বিয়েতে অপুর গ্রামে আসার কথা মনে পড়ে? উন্মাদ বরের সঙ্গে বিয়ে না দিয়ে ধরেবেঁধে অপুকেই অপর্ণার সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা? সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র 'অপুর সংসার'-এর এমনসব দৃশ্যই দর্শকের স্মৃতিতে চিরভাস্বর। ছবিটিতে অপু চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় আর অপর্ণা চরিত্রে অভিনয় করেন শর্মিলা ঠাকুর। সৌমিত্র তখন টগবগে যুবক আর শর্মিলা মাত্র ১৪ বছরের কিশোরী। এই দুই অভিনয়শিল্পী গত রোববার


ঢাকায় আসেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি রচনাবলির অন্তরালের গল্প নিয়ে নির্মিত 'লাইফ আনএন্ডিং' নামের শ্রুতিনাটকে অভিনয় করতেই তাদের এই সফর। সৌমিত্র এর আগে অনেকবার এ দেশে এলেও শর্মিলা ঠাকুর এবারই প্রথম ঢাকায় এলেন। প্রথমবার ঢাকায় এসে এখানকার আতিথেয়তায় দারুণ মুগ্ধ তিনি। ৬৪ বছর বয়সী এই অভিনয়শিল্পী বলেন, 'ঢাকায় এসে খুব ভালো লাগছে। পশ্চিমবঙ্গের মানুষের চেয়ে বাংলাদেশের মানুষ অনেক অতিথিপ্রবণ। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে।'
ঢাকায় এসে গতকাল সকালে কেনাকাটা করতে দুটি পোশাকের প্রতিষ্ঠানে গিয়েছিলেন শর্মিলা ঠাকুর। পোশাক কেনার ফাঁকে যতটা পেরেছেন ঢাকার সৌন্দর্য উপভোগ করেছেন। শর্মিলা জানান, 'আজ [সোমবার] সকালে ঢাকা দেখতে বেরিয়েছিলাম। কিন্তু ট্রাফিক জ্যামের কারণে খুব একটা সুবিধা হলো না। এবার স্বল্প সময়ের জন্য এসেছি। মনে হচ্ছে, ঢাকাকে ভালোভাবে দেখতে আরেকবার আসতে হবে।'
পতৌদি পরিবারের বউ শর্মিলা ঠাকুর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়। শর্মিলার নানী লতিকা ঠাকুর হচ্ছেন কবিগুরুর ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনী। শর্মিলার ছেলে সাইফ আলী খান আর মেয়ে সোহা আলী খানকে সবাই চেনে। তার আরেক মেয়ে আছে, তার নাম সাবা আলী খান।
গতকাল দুপুরে হোটেল র‌্যাডিসনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের পর সমকালের সঙ্গে একান্তে কথা বলছিলেন সৌমিত্র ও শর্মিলা। বাংলাদেশকে নিয়ে নিজের অনুভূতি জানিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, 'এখনও বাংলাদেশে রবীন্দ্রনাথকে যত গভীরভাবে ভাবা হয়, আমার তো মাঝেমধ্যে সন্দেহ হয়, পশ্চিমবঙ্গেও এতখানি হয় কি-না। আপনারা রবীন্দ্রনাথকে যেভাবে মনের মধ্যে গেঁথে রেখেছেন, তাতে আমি দৃঢ়ভাবে বলতে পারি তাকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। আমি এর আগেও অনেকবার এসেছি এ দেশে। আপনারা ডাকলে আবারও আসব।'

No comments

Powered by Blogger.